বাগেরহাটের রামপালে এক মাদক কারবারি ও বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্লান্টের তামার তার চুরির মামলার দুই পলাতক আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে গ্রেফতার কৃতদের বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন-বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর গ্রামের নিজাম ফকিরের পুত্র সোহাগ (৩০) ও রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা গ্রামের মৃত আবু জাফর শেখের পুত্র মোঃ রাসেল শেখ (২২) ও রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা (কামরাঙ্গা) গ্রামের মৃত মোস্তফা শেখের ছেলে মোঃ দিদার শেখ (৩৫) নামে এক মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেফতার করে রামপাল থানা পুলিশ।।
এর আগে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে থানা পুলিশ গোপন ভিত্তিতে রামপাল ও বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম জানান , গত রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরি মামলার দুই পলাতক আসামি ও এক মাদক কারবারিকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে এবং বুধবার আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন মঞ্জুর না করে জেলহাজতে প্রেরন করেছে।
আশরাফুল/সা.এ.