Bangal Press
ঢাকাWednesday , 6 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাফিক পুলিশকে মারধর করায়, বরিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ৩ শিক্ষার্থী আটক

ডেস্ক রিপোর্ট
September 6, 2023 2:06 pm
Link Copied!

অবৈধ মোটরসাইকেল চালানোর অভিযোগে মামলা দেওয়ায় ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলাম ও এক কনস্টেবলকে মারধর করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কয়েকজন ছাত্র।
এ ঘটনায় তিন ছাত্রকে আটক করে করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। এরপর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ওই রুটে দীর্ঘ যানজট লেগে যায়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের হস্তক্ষেপে ছাত্ররা অবরোধ তুলে নেয়।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর বান্দ রোড শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘটনার সূত্রপাত হয়। কোতয়ালি মডেল থানায় আটক বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্র হচ্ছেন— শরীফ, আলভীর ও সোহাগ। তাঁরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপারেশন) মো. ফজলুর রহমান বলেন, ‘ওই ছাত্ররা কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল নিয়ে রাত ৯টার দিকে শেবাচিম হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিল।
সেখানে দায়িত্বরত সার্জেন্ট মনিরুল ইসলাম মোটরসাইকেলটি আটক করে মামলা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সার্জেন্ট মনিরুল ও তাঁর সঙ্গে থাকা কনস্টেবলকে বেদম মারধর করেছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার ও হামলাকারী ৩ জনকে আটক করেছে।’
তিন ছাত্রকে আটকের খবর পেয়ে ক্যাম্পাসে তাঁদের সহযোগীরা রাত পৌনে ১০টার দিকে বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর ব্যবস্থা করেন। ছাত্ররা রাত সোয়া ১০টার দিকে সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গভীর রাতে কোতোয়ালি থানায় মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের রুদ্ধদ্বার বৈঠক শেষে আহত পুলিশ সদস্যদের কাছে ক্ষমা চাওয়ার শর্তে জিডি মূলে আটক তিন ছাত্রকে ছেড়ে দেয় পুলিশ।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।