নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ, বিতরণের অপরাধে নেত্রকোণার `রূপালী ট্রান্সপোর্ট’ কে মোবাইল কোর্ট পরিচালনা করে (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ও ০২ মাসের কারাদন্ড এবং আনুমানিক ৪,২০০ কে.জি. নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দকরা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণার অজহর রোড বড়পুকুরপাড় অবস্থিত ‘রূপালী ট্রান্সপোর্ট’ এ নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ, বিতরণের অপরাধে উক্ত ট্রান্সপোর্ট এর ম্যানেজারকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০০০০ টাকা জরিমানা আদায়পূর্বক ০২ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এ সময় আনুমানিক ৪,২০০ কে.জি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানটি পরিচালিত হয় ৪ ঠা সেপ্টেম্বর।
নেত্রকোণা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মেহেদী হাসান মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আবু সাঈদ প্রসিকিউশন প্রদান করেন। এসময় নেত্রকোণা জেলা পুলিশ সদস্যবৃন্দ, ডিজিএফআই এর সার্জন জনাব মোঃ সফিক মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান মোবাইল কোর্ট অব্যাহত থাকবেজানান নেত্রকোনার সরকারি চালক পরিবেশ অধিদপ্তর।
শাকিল/সাএ