ফরিদপুরের ভাঙ্গায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটার সময় উপজেলার ঘারুয়া ইউনিয়ন পরিষদের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলামের সভাপতিত্বে ও ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) শৈলেন চাকমা। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. তালাত মাহামুদ শাহানশাহ, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সী, ঘারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রফেসর সফিউদ্দিন মোল্লা, প্রফেসর এম.এ ওয়াজেদ মিয়া, আওয়ামীলীগের ঘারুয়া ইউনিয়ন শাখার সভাপতির নয়ন খান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ঘারুয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শাকিল/সাএ