Bangal Press
ঢাকাWednesday , 6 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

হার দিয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট
September 6, 2023 4:26 pm
Link Copied!

এশিয়া কাপের সুপার ফোরে জয় দিয়ে শুভসূচনা করলো পাকিস্তান। সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল। এই জয়ে সুপার ফোরের পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে এশিয়া কাপের এবারের আসরের আয়োজকরা।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই ম্যাচেও ছিল ব্যাটিং বান্ধব উইকেট। স্বভাবতই টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে অধিনায়কের বড় রান জড়ো করার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি টাইগাররা। সাকিব শুধু পেয়েছেন মুশফিকুর রহিমের সঙ্গ।
শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ শুরু থেকেই চেপে ধরেন বাংলাদেশকে। প্রথম ওভারেই নড়বড়ে দেখা যায় নাঈম শেখকে। আগের ম্যাচে সেঞ্চুরি করে আবারও ওপেনিংয়ে সুযোগ পাওয়া মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ওভারের প্রথম বলে গোল্ডেন ডাকের শিকার হন। মিরাজকে সাজঘরে পাঠানো নাসিম শাহ ৩ ওভার বল করার পর চোটের শিকার হলেও মাঠে ফিরে আবারও বোলিং শুরু করেন, শেষমেশ ক্ষান্ত হন ৩ উইকেট শিকার করে। 
হারিস রউফ আক্রমণে এসেই শিকার করেন জোড়া উইকেট, তিনি থেমেছেন ৪ উইকেট নিয়ে। দলীয় ৪৭ রানের মধ্যে লিটন, হৃদয় ও নাঈমের উইকেটও হারিয়ে ফেলে টাইগাররা। চারটি চারে ২৫ বলে ২০ রান করেন নাঈম। ১৩ বলে ১৬ রান করেন সুস্থ হয়ে দলে যোগ দেওয়া লিটন। তাওহীদ হৃদয়ও সুবিধা করতে পারেননি, ৯ বলে করেন সাকুল্যে ২ রান। পঞ্চম উইকেটে বাংলাদেশের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুজনের ১০০ রানের পার্টনারশিপে বাংলাদেশ ম্যাচে ফেরে।
তবে তাদের বিদায়ে আবারও খেই হারায় বাংলাদেশ দল। শামীম ২৩ বলে ১৬ ও আফিফ ১১ বলে ১২ রান রান করলেও শেষপর্যন্ত ইনিংস থামে ১৯৩ রানে। শেষ ১৩ ওভার বরাদ্দ রাখা ছিল শাহীন, নাসিম ও হারিসের জন্য। বাংলাদেশ শেষ ১৩ ওভারের প্রথম ১০ বলেই হারিয়ে ফেলে শেষ ৪ উইকেট। বাংলাদেশের পক্ষে অর্ধশতক হাঁকান সাকিব ও মুশফিক। ৮৭ বলের মোকাবেলায় ৫টি চারের সহায়তায় সর্বোচ্চ ৬৪ রান করেন মুশফিক।
৫৭ বলে ৫৩ রান করেন ৭টি চার হাঁকানো সাকিব। জেতার মতো পুঁজি না পেলেও শরিফুল-তাসকিনরা সাধ্যমতো চেষ্টা করেছেন। পাওয়ারপ্লের শেষ ওভারে ফখর জামানকে (৩১ বলে ২০) সাজঘরে ফেরানো শরিফুল ইসলাম প্রথম ১১ বলে কোনো রানই দেননি। তাসকিন আহমেদ শুরুতে খরুচে হলেও এরপর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে রানের লাগাম টেনে ধরেন। তবে বাঁধা হয়ে দাঁড়ান ইমাম উল হক। তাসকিনের বলে অধিনায়ক বাবর আজম বোল্ড হলেও মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন ইমাম।
শতকের সম্ভাবনা জাগিয়েও ইমাম সাজঘরে ফেরেন ৮৪ বলে ৭৮ রান করে, ৫টি চারের সাথে হাঁকান ৪টি ছক্কা। তিনি বিদায় নিলেও ৭৯ বলে ৬৩ রান করে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন রিজওয়ান। পাকিস্তান জয়ের বন্দরে পা ফেলে ৬৩ বল হাতে রেখে। 



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।