Bangal Press
ঢাকাThursday , 7 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের সদস্য সচিব সানিনকে রাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা

ডেস্ক রিপোর্ট
September 7, 2023 6:58 am
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সদস্য সচিব সামসুদ্দিন চৌধুরী সানিনকে বিভিন্ন অপকর্মে সাথে জড়িত থাকার অভিযোগ এনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তাঁরা।
সংবাদ সম্মেলন রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস এম মাহমুদুল হাসান মিঠু লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, রাবি ছাত্রদলের সদস্য সচিব সামসুদ্দিন চৌধুরী সানিনের প্রত্যক্ষ মদদে বহিরাগত সন্ত্রাসী এম এস রানাসহ আরও ১০-১২ জন মাদকাসক্ত ছিনতাইকারী আজ বিকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এনামুলের চায়ের দোকানে ৪-৫ মোটরসাইকেল নিয়ে দেশীয় অস্ত্র ও চাপাতি প্রদর্শন করে আমাকে ক্যাম্পাস থেকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন উপস্থিত আমার সহপাঠীরা আমাকে রক্ষা করে। এসময় তার লোকেরদ আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে।
এসময় তিনি আরও বলেন, সানিনের আদর্শে রাজনীতি না করলে বিশ্ববিদ্যালয় ছাত্রদল করতে পারবো না বলে হুমকি দেন। পরে কেন্দ্রীয় ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতাসহ কেন্দ্রীয় সহ-সভাপতি নাছির উদ্দিন নাছিরকে আমরা বিষয়টি অবহিত করি। পাশাপাশি যেহেতু তারা বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে ক্যাম্পাসে এসেছিল তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন কেও বিষয়টি অবহিত করি। আমাদের সহযোদ্ধাদের জানানো হলে তারা সকলেই ক্যাম্পাস প্রাঙ্গণে ছুটে আসে এবং এই সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এর আগেও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সর্দার রাশেদ আলি, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিককে লাঞ্ছিত করেন সানিন। তার ক্রমাগত ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সন্ত্রাসী কার্যকলাপে বিরুদ্ধে গত ১৩ আগস্ট ২০২২ সালে ১৭ জন যুগ্ম আহবায়ক ও সদস্য স্বাক্ষর করে অনাস্থাপত্র প্রদান করে কেন্দ্রে প্রেরণ করা হয়। তাকে বারবার সতর্ক করা স্বত্বেও বারংবার বহিরাগত সন্ত্রাসীদের প্রভাব খাটিয়ে দলীয়ে কর্মসূচিতে মিছিলে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটছে যার পেছনে সানিনের কর্মকান্ডই দায়ী।
সানিনকে অবাঞ্ছিত ঘোষণা করে মিঠু বলেন, এমতাবস্থায় দলের চলমান ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে সন্ত্রাসী গড ফাদার সদস্য সচিব সামসুদ্দিন চৌধুরী সানিনকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে অবাঞ্চিত ঘোষণা করা হলো। তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া হলে ইউনিটে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, যুগ্ম আহবায়ক সম্রাট আব্দুল লতিব, যুগ্ম আহবায়ক এম এ তাহের রহমান, সদস্য শেখ নূর উদ্দিন আবীর, সদস্য আবু সাঈদ।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুদ্দিন চৌধুরী সানিন বলেন, বিশ্ববিদ্যালয়ে যাদের ছাত্রত্ব নেই তারা কিভাবে একজন দায়িত্বশীল নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করে এটা আমার বোধগম্য না।
এবিষয়ে ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী বলেন, অবাঞ্চিত ঘোষণার বিষয়ে আমি কিছু জানি না। এছাড়াও নেতাকর্মীরা যে সংবাদ সম্মেলন করবেন সেটাও আমি অবগত নই। এটা সাংগঠনিক কোনো সিদ্ধান্ত নয়। এই বিষয়ে কেন্দ্র দেখভাল করবে।
সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন, সদস্য আবির হাসান হিমেল, আমীর হল ছাত্রদল নেতা ও রাবি জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসীব, আমীর আলী হল ছাত্রদল নেতা আর রাফি খান,শামসুজ্জোহা হল ছাত্রদল নেতা জাকির হোসেনসহ ইউনিটের বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।