Bangal Press
ঢাকাThursday , 7 September 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জেলার শ্রেষ্ঠ ওসি সখীপুর থানার রেজাউল করিম

ডেস্ক রিপোর্ট
September 7, 2023 4:16 pm
Link Copied!

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে জেলা পুলিশ সুপারের কনফারেন্স কক্ষে  মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট (২০২৩ খ্রি.) মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এ ছাড়াও শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে সখীপুর থানার এস.আই মো. মনিরুজ্জামান, এস.আই মাসুদ রানা, এ.এস.আই সুমন, এ.এস.আই আব্দুস সালাম, কনস্টেবল আনোয়ার হোসেনকে পুরষ্কৃত করা হয়েছে।
সখীপুর থানার আইন শৃঙ্খলা, অপরাধ নির্মূল করাসহ নানাবিধ কাজের জন্য মাসিক মূল্যায়নে ওসি রেজাউল করিমসহ ছয়জন পুলিশ পুরষ্কৃত হওয়ায় সখীপুরের সাধারণ মানুষ আনন্দিত।
ওসি রেজাউল করিম বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমি আমার অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। আমার দায়িত্বের মূল্যায়নে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় এবং সখীপুর থানাকে টাঙ্গাইলের মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে পরিচিতি লাভ করায় আমি খুবই আনন্দিত। আমি ও আমার পুলিশ সদস্যদের জন্য সবার কাছে দোয়া চাই। বাকি সময়টা যেন দক্ষতা ও সততার সাথে কাজ করে যেতে পারি।আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।