বাগেরহাটের চিতলমারী উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক টিপুর ইয়াবা সেবনের ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওটিকে ঘিরে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বিব্রতকর অবস্থায় পড়েছেন জেলা ও উপজেলা কষকলীগের নেতারা। ফাঁস হওয়া, ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক টিপু টাকা দিয়ে পাইপ বানিয়ে ইয়াবা সেবন করছেন। এ সময় কেউ একজন খারাব ভাষায় বকাবকি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কৃষকলীগের এক নেতা বলেন, উপজেলা পর্যায়ের একজন নেতার মাদক সেবনের এই ধরণের ভিডিও প্রকাশ্যে আসে তাহলে দলের সম্মান কোথায় যায়। এই ধরণের নেতাকে দিয়ে দলের কি উপকার হতে পারে। ইয়াবা সেবনের বিষয়ে নাজমুল হক টিপু বলেন, ভিডিওটি এক বছর আগের। আমি কখনও ইয়াবা সেবন করিনি। বন্ধুবান্ধবরা সেবন করেছিল, সখের বসে একটা টান দিয়েছি। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্য করার জন্য আমার প্রতিপক্ষরা এই ভিডিও নিয়ে নোংরা খেলা করছেন।
চিতলমারী উপজেলা কৃষকলীগের সভাপতি প্রাণ কৃষ্ণ দত্ত ভগো বলেন, ‘নাজমুল হক টিপুর ইয়াবা সেবনের ভিডিওটি এলাকায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন বলেন, ‘নাজমুল হক টিপুর ভিডিওটির কথা শুনেছি। এ ব্যাপারে দলীয় সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
আশরাফুল/সা.এ.