গাজীপুরে পর্যটন খাতের উন্নয়নে করণীয় বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের আয়োজনে গাজীপুর সদর উপজেলা ভবানীপুর ট্রাষ্ট নীটওয়্যার ইন্ডাট্রিজ লিঃ কারখানার কনফারেন্স হল রুমে এই অনুষ্ঠান হয়।
কর্মশালা অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, গাজীপুরে একটি শিল্পাঞ্চল এলাকা। এখানে দেশ-বিদেশের অনেক পর্যটক সহ বিদেশি বায়াররা আসে। এসব চিন্তা মাথায় রেখে গাজীপুরে পর্যটন স্পটগুলোর উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার বিষয়ে সবাই নানারকম পরামর্শ দেন।
অনুষ্ঠানে ঢাকা রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার আশরাফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা হেডকোয়ার্টার্স ট্যুরিস্ট পুলিশ ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম। বিষয় বস্তু উপস্থাপন করেন ঢাকা বিভাগীয় বন কর্মকতা শারমিন আক্তার।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাকা হেডকোয়ার্টার্স ট্যুরিস্ট পুলিশের (ট্রেনিং এন্ড ওরিয়েন্টেশন) পুলিশ সুপার ইয়াছমিন খাতুন, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলী, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম নাসিম।
আশরাফুল/সা.এ.