Bangal Press
ঢাকাFriday , 8 September 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

এবার মাঠে নামলেন যুবদলের পদবঞ্চিতরা, দিলেন কঠোর হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট
September 8, 2023 3:33 am
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের পদবঞ্চিতরা। এ সময় বহিরাগতদের নিয়ে নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত না করলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন যুবদলের নেতাকর্মীরা। 
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের শান্তি মোড় থেকে বাতেন খাঁর মোড় পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়। পরে সেখানেই সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
সমাবেশে যুবদলের নেতাকর্মীদের অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে যারা চাঁপাইনবাবগঞ্জ যুবদলের হাল ধরে রেখেছেন নবগঠিত আহ্বায়ক কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়নি। এমনকি চলমান আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আব্দুর রহমান অনুকে কমিটিতে রাখা হয়নি। এমন বিতর্কিত সিদ্ধান্তের কারণে চলমান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সংগঠনটি অস্তিত্ব সংকটে পড়বে। 
বক্তারা আরও বলেন, দলকে ক্ষতির মুখে ঠেলতেই বিএনপির কিছু নেতার ‘অদৃশ্য’ ষড়যন্ত্রে সাজানো গোছানো যুবদলের কমিটি ভেঙে বিতর্কিত কমিটি দেওয়া হয়েছে। নতুন কমিটির সদস্য সচিব চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিতে পরিচিত নন। যুবদলের নিবেদিত ও সক্রিয় নেতাকর্মীদের স্থান হয়নি কমিটিতে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক মজিবুর রহমান মজু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ, জেলা কৃষকদলের সদস্য মো. লাভলু। এ সময় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের সদস্য মারুফ আহমেদ, ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা দেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক করা হয়েছে আগের কমিটির সভাপতি তবিউল ইসলাম তারিফকে। সদস্য সচিব করা হয়েছে গোলাম কিবরিয়া শাওনকে। এই কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন- মো. ফারুক হোসেন, ইবনে হাবিব আল মারুফ ও হাসান ইমতিয়াজ।বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।