Bangal Press
ঢাকাFriday , 8 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

এশিয়া কাপের ফাইনাল খেলতে যে সমীকরণের সামনে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
September 8, 2023 3:00 am
Link Copied!

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরেই এশিয়া কাপ মিশন শুরু করে বাংলাদেশ দল। তবে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে নিশ্চিত করে সুপার ফোরে। কিন্তু লাহোরে স্বাগতিক পাকিস্তানের কাছে হারে নিজেদের সুপার ফোরের প্রথম ম্যাচে। যা তাদের ফাইনাল খেলার পথে বড় বাধা।
বাবর-শাহিনদের কাছে হেরে চলমান এশিয়া কাপের ফাইনালে উঠতে হলে কঠিন সমীকরণ মেলাতে হবে সাকিব-মুশফিকদের। হাতে রয়েছে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ম্যাচ। টাইগাররা কী পারবে এশিয়া কাপের ১৬তম আসরের ফাইনাল খেলতে? 
বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-পাকিস্তান। টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ পাক পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি। ফলে ইনিংস শেষ হওয়ার ১১.৪ বল আগেই ১৯৩ রানে গুটিয়ে যায় সাকিব আল হাসানের দল। 
ম্যাচটিতে টাইগার কাপ্তান সাকিব ও মুশফিকুর রহিমই কেবল হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন। বিপরীতে পাকিস্তান দুই অর্ধশতকে জয় পায় ৭ উইকেটের বড় ব্যবধানে। এদিকে বার বার বৃষ্টির মুখে পড়ছে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপের ম্যাচগুলো। শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিনই বৃষ্টিতে ভাসতে পারে কলম্বো। আর সেদিনই মাঠে গড়ানোর কথা এশিয়া কাপের ফাইনাল।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য সুপার ফোরের বাকি ম্যাচগুলো বৃষ্টির কারণে না হলে পাকিস্তান এক ম্যাচের জয় দিয়েই ফাইনালে পা রাখবে। কেননা এর সঙ্গে তারা পরিত্যক্ত ম্যাচ থেকেও পাবে একটি করে পয়েন্ট। একইভাবে ম্যাচপ্রতি একটি করে পয়েন্ট পাবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা।  তবে পাকিস্তানের কাছে প্রথম ম্যাচ হারের কারণে সেই দৌড়ে আগেই পিছিয়ে গেছে সাকিব-মুশফিকরা। এছাড়া ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ আরেকটি ম্যাচও ভেস্তে যাওয়ার শঙ্কা রয়েছে।
বৃষ্টির শঙ্কা ছাপিয়ে ম্যাচ মাঠে গড়ালে নিজেদের দিনে যারা জিতবে তারা ফাইনালে উঠবে- এটাই স্বাভাবিক। কিন্তু ম্যাচ পুরোপুরি না হলে শ্রীলঙ্কা ও ভারতের পয়েন্ট সমান থাকবে। সেক্ষেত্রে তাদের নেট রানরেট বিবেচনায় নেওয়া হতে পারে।
সূচি অনুযায়ী, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী ১৭ সেপ্টেম্বর হবে ১৬তম এশিয়া কাপ আসরের ফাইনাল। সুপার ফোরের পাঁচ ম্যাচও ওই ভেন্যুতেই হওয়ার কথা রয়েছে। ফাইনাল ম্যাচও বৃষ্টিতে পণ্ড হয়ে গেলে দুই ফাইনালিস্ট দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ভাগাভাগি করা হবে।
সুপার ফোরের পরবর্তী দুই ম্যাচে বাংলাদেশ যথাক্রমে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভারতের। লঙ্কানদের সঙ্গে সাকিবদের ম্যাচ ৯ সেপ্টেম্বর এবং ১৫ সেপ্টেম্বর তারা ভারতের সঙ্গে লড়বে।



বাঁধন/সিইচা/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।