Bangal Press
ঢাকাFriday , 8 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিলেন ডি মারিয়া

ডেস্ক রিপোর্ট
September 8, 2023 8:26 am
Link Copied!

জাতীয় দলের জার্সিতে প্রায় সব শিরোপাই স্পর্শ করেছেন তিনি। মনের মধ্যে যে আক্ষেপ ছিল তাও মিটেছে কাতার বিশ্বকাপে। সে অনুযায়ী অর্জনের ঝুলি পূর্ণই বলা চলে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়ার।
আর সে কারণেই হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন এই ফুটবলার। ২০২৪ সালের কোপা আমেরিকারই হবে জাতীয় দলের জার্সি গায়ে তার শেষ টুর্নামেন্ট।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন তাদের এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। সংবাদমাধ্যমটির দেওয়া তথ্য অনুযায়ী সব মিলিয়ে আর অল্প কয়েকমাস আন্তর্জাতিক অঙ্গনে দেখা যাবে এই লেফট উইঙ্গারকে।

আসন্ন কোপা আমেরিকা দিয়েই তিনি ইতি টানতে যাচ্ছেন ১৫ বছরের বর্ণিল ক্যারিয়ারের। আর্জেন্টিনার জার্সি গায়ে এখন পর্যন্ত ১৩২টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। এই ১৩২ ম্যাচে তিনি গোলের দেখা পেয়েছেন ২৯টি। আর এসিস্ট ২৭টি।
আন্তর্জাতিক তিনটি বড় শিরোপার স্বাদ পেয়েছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি ছুঁয়েছেন কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপের শিরোপা। এই তিন টুর্নামেন্টের ফাইনালেই গোলের দেখা পেয়েছিলেন তিনি।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।