প্রতিবন্ধী হলেও অপরিচিত কোনো ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেন না বাবা-মা। কিন্তু ছেলেও বিয়ে না করে এলাকা ছাড়তে নারাজ। ছলেবলে কৌশলে মহেশখালী উপজেলার কালারমার ছড়া ফকিরা ঘোনা এলাকার প্রতিবন্ধী নারী রোজিনা আক্তারকে বিয়ে করেন বান্দরবান সদর উপজেলার আলীনগরের মুহাম্মদ হাসেম। সংসারও করেন টানা তিন মাস। এরপর বউয়ের সোনা গয়না নিয়ে লাপাত্তা প্রতারক হাসেম। ফলে অভিশপ্ত জীবনে নতুন আরেক অভিশাপ নিয়ে ধুঁকে ধুঁকে মরছেন রোজিনা।
জানা যায়- গত ২০২১ সালের ২২ অক্টোবর ৫লাখ টাকা কাবিনে মহেশখালীর প্রতিবন্ধী রোজিনাকে বিয়ে করেন বান্দরবান সদর উপজেলার মুহাম্মদ হাসেম। পরে ২২ সালের ১৯ জানুয়ারি অর্থাৎ প্রায় ৩মাস সংসার করেন তাঁরা।
প্রতিবন্ধী ভিকটিম রোজিনার বয়ান- বিয়ের ২মাস পর পরবর্তী বছরের জানুয়ারি মাসে রোজিনা ও হাসেম স্বামীস্ত্রী মিলে হাসেমের গ্রামের বাড়ি বান্দরবান সদর উপজেলার আলীনগরে বেড়াতে যান। ১৬ জানুয়ারি সেখান থেকে ফিরে আসার পর স্বামী মুহাম্মদ হাসেম কাজের সন্ধানে বের হওয়ার নাম করে সোনা গয়না নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। সে সময় হতে অদ্যবদি তার কোনো সন্ধান নেই। দেড় বছরে যোগাযোগও রাখেনি একবার।
রোজিনার মা বৃদ্ধা নুরুজ্জাহানের বয়ান- প্রতারক মেয়ের জামাই মুহাম্মদ হাসেমকে খুঁজতে চট্টগ্রামসহ নানা জায়গায় খুঁজ চালিয়েছি। কোথাও পাইনি। হাসেমের স্থায়ী ঠিকানা বান্দরবান হলেও ভোটার নাগরিক চট্টগ্রামে। আমার প্রতিবন্ধী মেয়ের সাথে বিয়ের নামে প্রতারণা করেছে সে। সোনা গয়না নিয়ে লাপাত্তা হয়েছে। তার সাথেও আরও কয়েকজন আঁতাত রয়েছে। তাঁকে খুঁজে পেতে চট্টগ্রাম ও বান্দরবানসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই। ওই প্রতারককে খুঁজে পেলে প্রতিবন্ধী স্ত্রী রোজিনার ফোন নাম্বার (০১৮১০-২৫৮১৪৮) এ সন্ধান দিতে অনুরোধ জানান মা নুরুজ্জাহান।
সালাউদ্দিন/সাএ