মানবতার ফেরিওয়ালা নামে সবার কাছে পরিচিত কিশোরগঞ্জের কৃতি সন্তান মোঃ সাখাওয়াত হোসেন আকাশ। ৭ সেপ্টেম্বর ছিলো সেই আকাশের জন্মদিন। আর সেই জন্মদিন উপলক্ষে আকাশের প্রতি ভালোবাসার আবেগ দেখিয়ে উৎসর্গের সদস্যরা আয়োজন করে কেক কাটার।
আকাশের জন্মদিন উপলক্ষে ৭ সেপ্টেম্বর রাতে কিশোরগঞ্জ শহরের রথখলায় অবস্থিত উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার কার্যালয়ে জাঁকজমক ভাবে পালিত হলো উৎসর্গের আকাশের জন্মদিন। রাতে কেক কেটে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন আকাশ। এসময় উপস্থিত ছিলেন, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান, সহ সভাপতি নাওয়াযীশ আলি মুগ্ধ, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল আকাশ, সহ সাংগঠনিক সম্পাদক হাসানুল মামুন নিলয়, উপ আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক ফয়েজ আহমেদ মামুন, উপ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক তাওহীদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, উপ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দ ফাহিম আলিম, শিক্ষা ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জহির আলম অপূর্ব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ নাঈম হাসান চাঁদ, তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ সজিবুল ইসলাম আকাশ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মোহাম্মদ শরীফ খান, সার্জেন্ট সামিউল, মাসুম, আবু সাঈদ, মোঃ রিয়াদ ভূইয়া, হাফিজুল ইসলাম রবি, সজল, শান্ত, রুবেল, মাসুম, কাউসারসহ আরো অনেকেই।
এর আগে বিকেলে কিশোরগঞ্জ শহরের নতুন জেল খানা মোড়ে অবস্থিত বেদে পল্লিতে বেদের বাচ্চাদের নিয়ে কেক কেটে আনন্দ উল্লাসে মেতে উঠেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত উৎসর্গের আকাশ।
এছাড়াও অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ লিটন কুমার সাহা, মাগুরা’র জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের সম্পাদক মোঃ আমিরুল ইসলাম আসাদ, কিশোরগঞ্জ এর জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ আল মামুন খান, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইমরুল কায়েস, আকাশের আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব, বড়-ছোট ভাই-বোন ও শুভাকাঙ্ক্ষীবৃন্দরা সরাসরি-ফোন কল-সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক, মেসেঞ্জার, টেক্সট, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে) আকাশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
মানবতার ফেরিওয়ালা উৎসর্গের আকাশ বলেন, প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি আনন্দের। আমার মতো একজন অতিক্ষুদ্র মানুষের জীবনেও তেমনই। আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় থাকতে চাই সবসময়। বিশেষ করে ধন্যবাদ জানাই যারা কেক কাটার এত সুন্দর আয়োজন করেছেন এবং বিভিন্ন ভাবে দেশ-বিদেশ থেকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি আরো জানান, আমার জন্মদিন উপলক্ষে রাত ২ টায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন মুমূর্ষু রোগীকে এক ব্যাগ এ পজিটিভ রক্ত ডোনেট করি। এতে আমি অনেক আনন্দিত।
মোঃ সাখাওয়াত হোসেন আকাশ একজন সাংবাদিক, একজন স্বেচ্ছাসেবক। তিনি দীর্ঘদিন যাবত সাংবাদিকতার পেশার সাথে সাহসী ভুমিকা পালন করে আসছেন। তার পশাপাশি তিনি উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক সমন্বয়ক কমিটির দপ্তর সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শাখার কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একজন ভলেন্টিয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি সব সময় যেকোনো মানবতার কাজে নিয়োজিত থাকেন।
শাকিল/সাএ