Bangal Press
ঢাকাFriday , 8 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

‘খারাপ পারফরম্যান্স নিয়ে মন্তব্য করা উচিত নয়’

ডেস্ক রিপোর্ট
September 8, 2023 4:38 pm
Link Copied!

দেশসেরা ওপেনার তামিম ইকবাল প্রায় দুই মাস যাবত দলের বাইরে রয়েছেন। রহস্যময় চোটের কারণে আফগানিস্তান সিরিজ ও চলমান এশিয়া কাপের স্কোয়াডে নেই বাঁ-হাতি এই ওপেনার। তবে চোট সারিয়ে দ্রুতই দলে ফিরতে ব্যস্ত চট্টগ্রামের এই ক্রিকেটার।
এদিকে এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে শ্রীলঙ্কায়। সেখানে গ্রুপ পর্বে লঙ্কানদের এবং সুপার ফোরে পাকিস্তানের সঙ্গে ধরাশয়ী হয়েছে টাইগাররা। তবে দলের এমন পারফরম্যান্স নিয়ে মন্তব্য করতে রাজি না সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম। তামিমের দাবি, খেলা নিয়ে মন্তব্য করা উচিত হবে না।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) একটি শো-রুম উদ্বোধন শেষে এই ওপেনার বলেন, খেলা নিয়ে এখান থেকে মন্তব্য করা উচিত হবে না। কারণ, যারা ওখানে আছে, আমি নিশ্চিত তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। কেবল আমি দলে নাই, বাইরে আছি দেখে একটা কমেন্ট করে দিলাম। আমি তেমন লোক না। আমিও দলেরই অংশ। নিজেকে তাড়াতাড়ি তৈরি করার চেষ্টা করছি যেন সুযোগ এলে সেরাটা দিতে পারি। খারাপ পারফরম্যান্স নিয়ে মন্তব্য করা উচিত না বলে মনে করি।
এদিকে ওয়ানডে দলের ওপর এখনও আস্থা আছে বলে দাবি তামিমের। এ প্রসঙ্গে তার ভাষ্য, দেখা তো হচ্ছে খেলা। ভালো না খেললে হতাশ অবশ্যই হই। আমার মনে হয় না, একটা দুইটা খারাপ পারফরম্যান্সের কারণে লাস্ট পাঁচ-ছয় বছরের পরিশ্রম ভুলে যাবো। এটা হতেই পারে। আমার মনে হয় আমরা এখনও খুব ভালো দল ওয়ানডেতে। একটা দুটা ম্যাচে (খারাপ ফল) হতেই পারে। আর এটা হলেও ঘাবড়ানোর কিছু নেই। ড্রেসিংরুমে যারা আছে, তারা সবাই বিশ্বাস করে আমরা গত দুই তিন ম্যাচে যা হয়েছে তার চেয়ে ভালো দল।’
উল্লেখ্য, সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।