রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি ও কোলকোন্দ ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও নৌকার পক্ষে গনসংযোগ, উঠান বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত লক্ষীটারি ইউনিয়নের বাগেরহাট, পাকারমাথা, চার মাথা, কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা আউলিয়াহাট, নারিকেল তলা, চিলাখাল বাজার, মটুক বাজার এলাকায় এ গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।
গনসংযোগ কালে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়।শেখ হাসিনার সরকারে থাকায় আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘ দিন থেকে রংপুর ১ আসনে নৌকার সাংসদ না থাকায় কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে এই এলাকার মানুষ। গনসংযোগে গিয়ে দেখেছি অনেক রাস্তার খুব খারাপ অবস্থা।তাই সাধারণ মানুষ এলাকার উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে জনমত তৈরী করেছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক বুলবুল আহামেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল পাবেল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্মলেন্দু গোস্বামী, সহ দফতর সম্পাদক তারিকুজ্জামান তমজিদ,লক্ষীটারি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সমসেল হক, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রব্বানী, সাবেক চেয়ারম্যান ফয়চাল হোসেন আসরাফী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মিঠু, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, যুবলীগ নেতা সাজেদুল ইসলাম লুলু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি এম শাহাজালাল,স্থানীয় ইউপি সদস্য মনারুল ইসলাম সহ ওয়ার্ড ও জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ।
শাকিল/সাএ