Bangal Press
ঢাকাSaturday , 9 September 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে যাত্রা ফেডারেশনের উৎপল কুমার মন্ডল সভাপতি ও শাহাদুল ইসলাম সাজু সাঃ সম্পাদক

ডেস্ক রিপোর্ট
September 9, 2023 7:49 am
Link Copied!

বাংলাদেশ যাত্রা ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে জয়পুরহাটের বিশিষ্ট নাট্যজন উৎপল কুমার মন্ডল সভাপতি ও সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার দিন ব্যাপী জয়পুরহাট পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয় ওই সম্মেলন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু সম্মেলনে সভাপতিত্ব করেন। যাত্রা হচ্ছে আমাদের দেশের সংস্কৃতির শেকড়। এই শিল্পের সঙ্গে জড়িত সকল কলাকুশলিদের উন্নয়নে কাজ করছে বর্তমান সংস্কৃতি বান্ধব সরকার। জয়পুরহাট পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহীউদ্দিন জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আহমেদ। 
‘যাত্রা হোক আমাদের প্রতিদিনের পারিবারিক বিনোদন’ এই শ্লোগান কে সামনে রেখে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ যাত্রা ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি অভিনেতা ও নির্দেশক গোলাম সারোয়ার, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ যাত্রা ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাডঃ হাসান কবীর শাহীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ হোসেন । স্থানীয় শিল্পীদের মধ্যে বক্তব্য জয়পুরহাট থিয়েটারের সভাপতি উৎপল কুমার মন্ডল, বিশিষ্ট অভিনয় শিল্পী বকুল সওদাগর। এ ছাড়াও বক্তব্য রাখেন জয়পুরহাট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী গোলাম হক্কানী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী প্রমূখ। জয়পুরহাটের বিশিষ্ট নাট্যকর্মী, সংগঠক এবং জেলার যাত্রা শিল্পী ও ফেডারেশনের কেন্দ্রীয় সদস্যদের উপস্থিতিতে ও সম্মতিক্রমে নাট্যজন উৎপল কুমার মন্ডল কে সভাপতি ও সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যাত্রা ফেডারেশন জয়পুরহাট জেলা শাখা গঠন করা হয়।
 শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।