Bangal Press
ঢাকাSaturday , 9 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে ২৫৮ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা

ডেস্ক রিপোর্ট
September 9, 2023 1:24 pm
Link Copied!

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২৫৭ রানে রুখে দিয়েছে টাইগাররা। কলম্বোয় আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ জিতে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ২৫৮ রান করতে হবে বাংলাদেশকে। 
আগের তিন ম্যাচের মতো এই ম্যাচেও টস ভাগ্য এসেছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের পক্ষে। উইকেট ও কন্ডিশন বিবেচনায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব। শুরুতেই উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ। যদিও রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান লঙ্কানরা। উদ্বোধনী জুটি দ্রুত বেগে রান তুলতে থাকে।
১৮ রান করে অভিজ্ঞ দিমুথ করুনারত্নে বিদায় নিলে জমাট বাঁধে পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসের জুটি। দ্বিতীয় উইকেটে দুজনে এনে দেন ৭৪ রান।
কুশল অর্ধশতক তুলে নিলেও নিসাঙ্কা ১০ রানের আক্ষেপ নিয়ে ফেরেন সাজঘরে। কুশলের ব্যাট থেকে আসে ঠিক ৫০ রান। তাদের বিদায়ের পর বাধা হয়ে দাঁড়ান সাদিরা সামারাউইকরামা। দাসুন শানাকার ৩২ বলে ২৪ ছাড়া আর কেউ আহামরি কিছু না করলেও সামাউইকরামা এই ম্যাচেও বড় পরীক্ষা নিয়েছেন বাংলাদেশের বোলারদের।
তার ব্যাটে ভর করে শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান জড়ো করে শ্রীলঙ্কা। ৭২ বলে ৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে শেষ বলে বিদায় নেন সামারাউইকরামা, যে ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা।
বরাবরের মতো এই ম্যাচেও আপ্রাণ চেষ্টা করেছেন বাংলাদেশের পেসাররা। দলের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এছাড়া শরিফুল ইসলাম দুটি উইকেট শিকার করেন। একটি রানআউট ব্যতীত যতগুলো উইকেট বোলারদের দখলে, তার সবগুলোই পেয়েছেন পেসাররা। এমনকি দুর্দান্ত সেই রানআউটেও ফুটবলীয় স্কিল দেখিয়েছেন হাসান।



আশরাফুল/সা.এ.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।