Bangal Press
ঢাকাSaturday , 9 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৮৫২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট
September 9, 2023 3:09 pm
Link Copied!

জান্নাতুল বিশ্বাস, নড়াইল থেকে: নড়াইলে আট হাজার পাঁচশত বিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে নড়াইল শহরের ভওয়াখালী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পাটেশ্বরী গ্রামের মৃত সাব্বির শেখের ছেলে সাকিব শেখ (২৩) এবং একই উপজেলার সালামাবাদ ইউনিয়নের বিলবাউছ গ্রামের সবুর শেখের ছেলে নাজমুল শেখ (৪০)।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, শুক্রবার রাত ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে নড়াইল সদর থানার ভওয়াখালী এলাকায় রেহেনা পারভীন এর বিল্ডিং এর নিচতলায় ভাড়া দেওয়া বাসার মধ্যে কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে।
এরপর রাত ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই জয়দেব কুমার বসুর নেতৃত্বে এসআই অপু মিত্র, এসআই মো: ফিরোজ আহমেদ, এএসআই সেলিম মুন্সি, এএসআই নাহিদ নিয়াজ ভওয়াখালী রেহেনা পারভীনের চারতলা বিল্ডিং এর চারপাশ ঘেরাও করেন।
এসময় সাকিব শেখ ও নাজমুল শেখ ঘরের দরজা খুলে পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশের টিম তাদেরকে আটক করে। তাদের শরীর তল্লাশি করে যথাক্রমে ৩শত ৮০ পিচ ইয়াবা ও ১শত ৯০ পিচ ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে তাদের হেফাজতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট রক্ষিত আছে।
পরে সাকিব শেখ এর ভাড়া করা বসতঘরের নিচতলার দক্ষিণ পশ্চিম রুমের মধ্যে কাঠের আলনার নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি সাদা জুতার বাক্স (সু বক্স) এর ভেতরে কসটেপ প্যাচানো ৫টি রোল, প্রতিটি রোলের মধ্যে ৯টি করে মোট ৪২টি নীল রংয়ের জিপারলক পলিপ্যাকে রক্ষিত কমলা রংয়ের মোট ৮৫২০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
 
এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি সাকিব শেখ এর নামে সিএমপি এর কতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।