নিজের নিরাপত্তাহীনতার আশঙ্কায় আশ্রয় চাইতে শুক্রবার (৮ আগস্ট) বিকেলে সপরিবারে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে হাজির হয়েছিলেন সদ্য বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়া। তিনি ইতোমধ্যে দূতাবাস ত্যাগ করে রাজধানীর লালমাটিয়ার নিজ বাসায় ফিরেছেন।
তার বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে ঢাকার মার্কিন দূতাবাস থেকে পরিবারসহ নিজ বাসায় ফিরে গেছেন এমরান আহমেদ ভূঁইয়া। গ্রেপ্তারের শঙ্কা নেই বলে সরকারের তরফ থেকে দূতাবাসকে আশ্বস্ত করা হয়। দূতাবাসের কর্মকর্তারা এমরানকে এ তথ্য জানালে তিনি বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এর আগে শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজনৈতিক প্রার্থনা করে ঢাকার মার্কিন দূতাবাসে যান। বিকেলে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সেখানে ছিলেন তিনি। পরে দূতাবাসে একটি গাড়ি আসে এবং সেটিতে চড়ে তারা বাড়ি ফেরত যায় বলে জানা যায়।
আশরাফুল/সা.এ.