জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী আইনশৃংখলা কমিটির সভায় সভাপতিত্ব করেন। জেলার সার্বিক আইনশৃংখলা নিয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
জেলায় করোনা ও ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী। জেলার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট আবুল কালাম আজাদ, আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আকন্দ, আক্কেলপুর পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জেলা জাপা সভাপতি হেলাল উদ্দিন প্রমূখ। জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থতিতে সন্তোষ প্রকাশ করা হয়। জেলার বিভিন্ন সরকারী, বেসরকারি বিভাগের উর্ধতন কর্মকর্তারাসহ জেলা আইনশৃংখলা কমিটির সদস্যরা মাসিক সভায় অংশগ্রহণ করেন।
সালাউদ্দিন/সাএ