Bangal Press
ঢাকাSaturday , 9 September 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

শেষ হল মাসব্যাপী ‘স্পোর্টস রিপোর্টিং’ ওয়ার্কশপ

ডেস্ক রিপোর্ট
September 9, 2023 2:22 pm
Link Copied!

ইউনিভার্সিটি অফ স্কলারসে শেষ হল মাসব্যাপী ‘স্পোর্টস রিপোর্টিং, প্রেজেন্টেশন ও কমেন্ট্রি ওয়ার্কশপ’। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) শেষদিনে ইউনিভার্সিটি ক্যাম্পাসে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
ক্রীড়া সাংবাদিকতায় নতুন প্রতিভা তুলে আনতে এই ওয়ার্কশপটি আয়োজন করে গেমপ্লে লিমিটেড। তাদের সাথে ফ্যাসিলিটি পার্টনার হিসেবে যুক্ত হয় ইউনিভার্সিটি অফ স্কলার।
গত ১১ আগস্ট থেকে শুরু করে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার ওয়ার্কশপের ক্লাস অনুষ্ঠিত হয়। এক মাসে মোট ৮ দিনে ১৬টি ক্লাস নেন দেশবরেণ্য ক্রীড়া সাংবাদিকরা। এতে খেলার রিপোর্ট, উপস্থাপনার কলাকৌশল ও ধারাভাষ্য বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেয়ার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন প্রশিক্ষকরা।
গত এক মাসে বিভিন্ন সময়ে এই কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন- ফয়সাল তিতুমীর, রিয়াসাদ আজিম, সৈয়দ আবিদ হোসাইন সামি, এম এম কায়সার, আরিফুল ইসলাম, মীর রায়হান মাসুদ, কাজী সাবির, কাজী শহীদুল আলমসহ সফল সব ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপক।
শেষদিনে সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাছরাঙা টেলিভিশনের ক্রিকেট করেসপন্ডেন্ট জাহিদ চৌধুরী ও ইউনিভার্সিটি অফ স্কলারসের সিসিও এবং বিওটি সদস্য আব্দুল হাসিব সিদ্দিক, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন হেড ও সহকারী অধ্যাপক এইচ এম আতিফ ওয়াফিক, এবং এডমিশন এন্ড অ্যাডমিনের সহকারী পরিচালক অভিষেক রেজা প্রমিজ।
সমাপনীতে নিজের বক্তব্যে ইউনিভার্সিটি অফ স্কলারসের প্রতি কৃতজ্ঞতা জানান গেমপ্লের অন্যতম কর্ণধার ফয়সাল তিতুমীর।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।