Bangal Press
ঢাকাSunday , 10 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটিতে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা

ডেস্ক রিপোর্ট
September 10, 2023 9:39 am
Link Copied!

রাঙ্গামাটিতে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা-২০১৮, শিশু সুরক্ষা ও অধিকার, জেন্ডার ইক্যুইটি বিষয়ক বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীনহিলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন সহ সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেজেন্টেশনের মাধ্যমে বার্ষিক অগ্রগতি তুলে ধরেন, গ্রীনহিলের প্রজেক্ট ফোকাল সাইলো সং মারমা।
এসময় জেলা প্রশাসক বলেন, এখনকার মা-বাবারা বাল্য বিাবহ সম্পর্কে অনেক বেশী সচেতন। ১৮ বছরের আগে কন্যাদের বিবাহ ভয় দিতে ভয় পায়। এসব বিষয়ে সচেতনতা তৈরীতে জেলা কর্মকর্তাগণ স্ব স্ব উপজেলার প্রতিনিধিদের অবহিত করতে আহবান জানান তিনি। বাল্য বিবাহের কুফল ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সকলের প্রতি আহবান জানান তিনি।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।