রাঙ্গামাটিতে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমালা-২০১৮, শিশু সুরক্ষা ও অধিকার, জেন্ডার ইক্যুইটি বিষয়ক বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীনহিলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন সহ সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেজেন্টেশনের মাধ্যমে বার্ষিক অগ্রগতি তুলে ধরেন, গ্রীনহিলের প্রজেক্ট ফোকাল সাইলো সং মারমা।
এসময় জেলা প্রশাসক বলেন, এখনকার মা-বাবারা বাল্য বিাবহ সম্পর্কে অনেক বেশী সচেতন। ১৮ বছরের আগে কন্যাদের বিবাহ ভয় দিতে ভয় পায়। এসব বিষয়ে সচেতনতা তৈরীতে জেলা কর্মকর্তাগণ স্ব স্ব উপজেলার প্রতিনিধিদের অবহিত করতে আহবান জানান তিনি। বাল্য বিবাহের কুফল ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সকলের প্রতি আহবান জানান তিনি।
সালাউদ্দিন/সাএ