Bangal Press
ঢাকাSunday , 10 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

রাসেল হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট
September 10, 2023 3:28 pm
Link Copied!

ফরিদপুরের ভাঙ্গায় চাঞ্চল্যকর রাসেল হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী ঢাকা খুলনা মহাসড়কে অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময়  ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলা হোগলাকান্দী এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় এলাকাবাসী হোগলাকান্দী ঢাকা খুলনা  মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এসময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বক্তারা চাঞ্চল্যকর রাসেল হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিহত রাসেল শেখ  পেশায় একজন রাজমিস্ত্রি ও  ভাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ডের হোগলাকান্দি গ্রামের জাকির শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে পৌরসভার ১ নং ওয়ার্ডের বাইশাখালী ও হোগলাকান্দী এলাকার যুবকদের মধ্যে কথা কাটাকাটি হয় রাসেল শেখের সাথে (২৫) । এর জের ধরে বুধবার রাতে বাইশাখালির  একদল যুবক রাসেল শেখকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর  আহত করে। পরবর্তীতে গুরুতর আহত রাসেলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যান।
এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম বলেন গত ৮ সেপ্টেম্বর ভাঙ্গা  পৌরসভার হোগলাকান্দি গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির  ঘটনা ঘটে। সেখানে  রাসেল নামের একটি যুবক আহত হয়। পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ভর্তি করা হয় সেখান থেকে রেফার্ড হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
তিনি আরো বলেন, এ ঘটনায় রাসেল শেখ এর বাবা জাকির শেখ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আমরা  ৫ নাম্বার আসামি আমান উদ্দিন মুন্সি (২২) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালত প্রেরণ করেছি,বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার তদন্ত চলছে, তদন্ত শেষে বিজ্ঞ আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।