ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি (অপরাধ বিজ্ঞান) বিভাগের উদ্যোগে ‘ইমপর্টেন্স ইন মেডিকেল এক্সামিনেশন এন্ড ডকুমেন্টেশন ইন ক্রিমিনাল ইনভেস্টিগেশন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।
এসময় বিভাগীয় চেয়ারপার্সন শাহারিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতের অ্যাসোসিয়েশন অব হসপিটালসের এমিরিটাস প্রেসিডেন্ট ড. পি. এম ভুজং মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশের সিআইডি-এর ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম।
শাকিল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।