ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মাদক, ইভটিজিং, সাইবার ক্রাইম ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা করছেন থানা পুলিশ।এরই ধারাবাহিকতায় সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এ সময় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও আত্মহত্যার মত ঘটনা প্রতিরোধে শপথ করেন শিক্ষার্থীরা। আলোচনা ও শপথবাক্যে পাঠ করান হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়।সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খালেদুর রহমান আকন্দ,ফেরদৌস আলম প্রমুখ।
শাকিল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।