Bangal Press
ঢাকাMonday , 11 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা মিলনের মুক্তির দাবিতে রাবির ২০০ শিক্ষকের বিবৃতি

ডেস্ক রিপোর্ট
September 11, 2023 12:15 pm
Link Copied!

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ২০০ শিক্ষক। সোমবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে  পাঠানো এক বিবৃতি এ দাবি জানান তাঁরা।
বিবৃতিতে তাঁরা বলেন, গত ২৮ জুলাই অনুষ্ঠিত ঢাকার মহাসমাবেশে অংশগ্রহণ করতে যেয়ে অ্যাডভোকেট শফিকুল হককে গ্রেপ্তার করা হয়। সেই থেকে তিনি একমাসের বেশি সময় ধরে কারাগারে আছেন। সেই মামলায় জামিন পেলেও ষড়যন্ত্রমূলকভাবে তাঁর বিরুদ্ধ আরো কয়েকটি মামলা দিয়ে ঢাকার জেল গেট থেকে তাঁকে আবারও আটক করা হয়। শুধু তাই নয়, রাজশাহীর বিভিন্ন থানায় অতি উৎসাহী কিছু পুলিশ সদস্য বাদী হয়ে একের পর তাঁর বিরুদ্ধে সাজানো ও বানোয়াট মামলা দিয়ে অন্যায়ভাবে আটক করে রেখেছে।
তাঁরা আরও বলেন, মিলন শারীরিকভাবে অসুস্থ। তাঁর চিকিৎসার প্রয়াজন। তাঁর স্ত্রীও অসুস্থ। মিলনের ছেলে বিদেশে পড়লেখা করে। পিতার এই দুরাবস্থায় মানসিক চাপে তাঁর লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। চলমান এক দফা দাবি আদায়ের আন্দোলনে সরকার ভীত হয়ে গায়েবি মামলা দিয়ে মিলনের উপর নির্যাতন ও আটক করে রেখেছে। আমরা অবিলম্বে অ্যাডভোকেট শফিকুল হক মিলনের নিঃশর্ত মুক্তি দাবি করছি। আর তা না করা হলে রাজশাহীবাসি গণআন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করবে।
বিবৃতিতে স্বাক্ষরদাতারা হলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান মুক্তা, ফোরামের উপদেষ্টা অধ্যাপক সায়েদুর রহমান পান্নু, কলা অনুষদের ডীন অধ্যাপক মো. ফজলুল হক, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক সাহেদ জামান, অধ্যাপক মতিয়ার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক নুরুল হক মোল্লা, নির্বাহী সদস্য ও ভূবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক খন্দকার ইমামুল হক সানজিদ, অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ, অধ্যাপক গোলাম মর্তুজা, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক মামুনুর রশিদ, অধ্যাপক নাজমা আফরোজ।
অধ্যাপক মোহা: হাছানাত আলী, কৃষি অনুষদের ডীন অধ্যাপক আব্দুল আলীম, চারুকলা অনুষদের ডীন অধ্যাপক মোহাম্মদ আলি অধ্যাপক আওরঙ্গজেব আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. সাজ্জাদুর রহিম সাজিদ, যুগ্ম-সম্পাদক অধ্যাপক সাবিরুজ্জামান সুজা ও অধ্যাপক পারভেজ আজহারুল হক প্রিন্স, অধ্যাপক আতিকুল ইসলাম, অধ্যাপক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল হক (পরি), অধ্যাপক আমীরুল ইসলাম, অধ্যাপক আনিসুর রহমান, অধ্যাপক আনোয়ারুল কবির ভুইয়া রুবেল, অধ্যাপক মইজুর রহমান, অধ্যাপক মোজাফফর হোসেন, অধ্যাপক মোস্তাফিজুর রহমান মন্ডল, অধ্যাপক ড. মতিউর রহমান, অধ্যাপক সারোয়ার জাহান, অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, অধ্যাপক আরিফুর রহমান, অধ্যাপক খালেদুজ্জামান মিজান, অধ্যাপক আব্দুল মতিন, অধ্যাপক ইসমাইল তারেক, অধ্যাপক হারুনর রশিদ, অধ্যাপক আব্দুস সোবহান হিরা, অধ্যাপক আব্দুস, অধ্যাপক সামিউল ইসলামসহ আরো অনেকে।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।