Bangal Press
ঢাকাMonday , 11 September 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় দোকানে অগ্নিকান্ড প্রায় চার লাখ টাকার ক্ষতি

ডেস্ক রিপোর্ট
September 11, 2023 10:28 am
Link Copied!

মাসুম বিল্লাহ, শরণখোলা (বাগেরহাট) থেকে: বাগেরহাটের শরণখোলায় গভীর রাতে মুদি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১০ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী ওয়ার্ডের মনির খলিফার মুদি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় দোকানের পাশের বারান্দায় থাকা শহিদুল খলিফার ভাড়ায় চালিত মোটর সাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। তবে, এলাকাবাসীর ধারণা কে বা কাহারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।
বগী ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ জানান, রাত ১২ টার দিকে মনির খলিফা দোকানের আশপাশ পরিষ্কার করে দোকান বন্ধ করে নিজ বাড়িতে যান। রাত সোয়া একটার দিকে পার্শ্ববর্তী আলতাফ মুন্সি প্রাকৃতিক ডাকে ঘরের বাইরে নামলে ওই দোকানে আগুন জ্বলতে দেখলে তিনি দৌড়ে মনির খলিফার বাড়িতে খবর দেন কিন্তু ততক্ষনে পুরো দোকনটি পুড়ে ছাই হয়ে যায় এবং দোকানের পাশের বারান্দায় থাকা শহিদুল খলিফার ভাড়ায় চালিত মোটর সাইকেল পুড়ে যায়। তবে তার ধারনা, এ অগ্নিকান্ডের ঘটনা সম্পুর্ণ পরিকল্পিত ঘটনা শত্রুতাবশত কেউ এ ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, ঘটনা শুনে ওই স্থানে পুলিশ পাঠানো হয়েছে। কি ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।