Bangal Press
ঢাকাMonday , 11 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে ‘কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং’ কর্মশালা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি
September 11, 2023 7:08 pm
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) ফটোগ্রাফিক সোসাইটি এবং আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের যৌথ আয়োজনে ‘কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ।

সোমবার ( ১১ সেপ্টেম্বর) সাড়ে নয়টা থেকে মীর মশাররফ হোসেন ভবনের আল ফিকহ এন্ড লিগাল স্টাডিজ বিভাগের ১৩৪ নং কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লামিয়া হোসাইন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডল, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, ইবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি নাছির উদ্দিন আবির, সাধারণ সম্পাদক হৃদয় তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, মাইনুল, সাংগঠনিক সম্পাদক গালিব, দপ্তর সম্পাদক নাইম, কোষাধ্যক্ষ শামিম, সহকারী কোষাধ্যক্ষ রেজুয়ান, প্ল্যানিং এন্ড এক্সিবিশন সেক্রেটারি ইমন, শাওয়ানা, মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোতালেব বিশ্বাস, বনি আমিন, এডভারটাইজিং সেক্রেটারি মাহবুবুর সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

শরীয় দৃষ্টিকোণ থেকে ড. মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, ‘মানবতার জন্য কাজ করা জায়েজ, প্রয়োজনে বাধ্যতামূলক এবং ওয়াজিবও হতে পারে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা অবৈধ। কাজটি শরীয় দৃষ্টিকোণ থেকে বৈধ হতে হলে তথ্যে সত্যতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতার প্রতি অঙ্গীকারবদ্ধ হতে হবে। অপলেখ ও মানহানিকর লেখা থেকে বিরত থাকতে হবে৷ তাছাড়া কপিরাইট ও অনলাইন প্লাটফর্মে সতর্ক হতে হবে।

ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি নাছির উদ্দীন এর বক্তব্যে জানা যায়, ডিজিটাল স্টোরি টেলিংয়ের আধুনিক রূপ হচ্ছে মোবাইল জার্নালিজম। ব্যাবহারিক দিকের মধ্যে কপি রাইট, চ্যাটজিটিপি, এ.আই টেকনোলজি ব্যবহার, রোবটিক্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহৃত হচ্ছে। মোবাইল জার্নালিজম যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় তবে তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা ব্যহত করতে পারে।

উল্লেখ্য, কর্মশালা প্রশিক্ষণটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল এবং কর্মশালায় অংশ নেয়া সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।