Bangal Press
ঢাকাMonday , 11 September 2023
 1. অর্থনীতি
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. এক্সক্লুসিভ
 5. ক্যাম্পাস
 6. খেলাধুলা
 7. চাকরির খবর
 8. জাতীয়
 9. তথ্যপ্রযুক্তি
 10. বিনোদন
 11. ভ্রমণ
 12. মতামত
 13. রাজনীতি
 14. লাইফস্টাইল
 15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

নাটোর-৪ আসনে আ.লীগের ১২ প্রার্থী

ডেস্ক রিপোর্ট
September 11, 2023 6:30 pm
Link Copied!

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে উপনির্বাচনে প্রথম দিনে দলীয় মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগের ১২ প্রার্থী বলে জানা গেছে। সোমবার(১১ সেপ্টেম্বর) ধানমন্ডি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে উপনির্বাচনে নাটোর-৪ আসন থেকে ১২ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করবেন।
যার মধ্য, গুরুদাসপুর উপজেলার ৬ জন প্রার্থী, বড়াইগ্রাম উপজেলার ৫ এবং নাটোর সদর উপজেলার ১ প্রার্থী মনোনয়ন কিনেছে বলে জানা গেছে।
ইতোমধ্যে আওয়ামী লীগের নেতারা ফেসবুকে নিজের প্রার্থীতা ঘোষণা করছে। অনেকে আবার নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, আওয়ামী লীগের নেতারা দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
দলীয় মনোনয়ন কেনা প্রার্থীরা হলেন- গুরুদাসপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ আলী, প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মেয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহম্মদ আলী, গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোহাম্মদ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, এড. আরিফ সরকার, রফিক পারভেজ, অধ্যক্ষ আসাদ উজ্জামান এবং নাটোর সদর থেকে আওয়ামীলীগ নেতা  রতন সাহা মনোনয়ন কিনেছেন বলে জানা গেছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর।মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর প্রাথীদের প্রতীক বরাদ্দ এবং ১১ অক্টোবর ব্যালট পেপারের মাধ্যমে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
গত বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে গত ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত গেজেটে আসনটি শূন্য ঘোষণা করা হয়।সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।