ফরিদপুরের ভাঙ্গায় জলাতাঙ্কা নির্মূলের লক্ষে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২৩ উপলক্ষে ভাঙ্গা উপজেলা অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা এই প্রকল্পের আওতায় ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর এই কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটেরিয়াম হল রুমে এই সভার আয়োজন করা হয়।
উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার শ্রী তরুন কুমার পালের সভাপতিত্বে ও ডা. তানভির আহমেদ এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান। উপজেলার আবাসিক মেডিকেল অফিসার মো. ফিরোজর রশীদ (লিমন)। এমডিভি কর্মসূচীর ফিল্ড সুপার ভাইজার মোঃ ইমতিয়াজ উদ্দিন, মোঃ রাজিন সালেহ ও মোঃ হাসান তাসাউফ।
প্রকল্প সূত্রে জানা যায়, এ কর্মসূচীর আওতায় আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৫দিন ব্যাপী উপজেলায় ৩২ টি টিমে কাজ করবে। টিমগুলোর মধ্যে ৬৪ জন কুকুর ধরার দক্ষকর্মী রয়েছেন। উপজেলার প্রতি ইউনিয়নে ৫ জন করে ১১টি ইউনিয়নে মোট ৬৪ জন দক্ষকর্মী এলাকা ঘুরে ঘুরে কুকুর ধরে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রয়োগ করা সহ গায়ে রং মাখিয়ে ছেড়ে দেবেন।
এই টিকাদান কর্মসূচির ফলে কুকুরের দেহে বিষক্রিয়া অনেকটা বিনষ্ট হবে এবং কুকুরের কামড়ে এলাকাবাসী খুব কম পরিমানে ক্ষতিগ্রস্থ হবে।
সালাউদ্দিন/সাএ