নানান সময়ে বিভিন্ন দাবিতে মাঠে নেমেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি পূরণে কখনো নীলক্ষেত অবরোধ কর্মসূচি, কখনো জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি, কখনো বা গণ আত্মহত্যার হুমকি পর্যন্ত দিয়েছেন আন্দোলনরতরা। এর মধ্যে অনেক দাবি পূরণে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। অনেক দাবি এখনো মেনে নেয় নি বলে, শিক্ষার্থীদের অভিযোগ। এবার অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের একাডেমিক সংকটের কথা শুনলেন ঢাবি ছাত্রলীগ। সেই সঙ্গে শিক্ষার্থীদের দাবি আদায় করেই ঘরে ফিরবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করে ঢাবি ছাত্রলীগ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাবি শাখা ছাত্রলীগের আয়োজনপ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে (টিএসসি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের একাডেমিক সংকট নিরসনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেয়া হয়। এতে অংশ নেন সাত কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সেই সঙ্গে শিক্ষার্থীদের পক্ষ থেকে সংকটসহ দৃশ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে ২১ দফার মতো প্রস্তাব রাখা হয়।
এসময় তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজিব হোসেন বলেন, আমরা যখন প্রিন্সিপাল স্যারে কাছে যাই, তখন তিনি তখন বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যাও। আর ঢাবিতে গেলে বলে কলেজে যাও। আমরা এসব সমস্যার সমাধান চাই।
ঢাকা কলেজ শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ অপু বলেন, সাত কলেজের অভিভাবক কে বা কারা? সব সময়ই আমরা হয়রানির সম্মুখীন হই। আমাদের ঠিক ক্লাশ হয় না। শিক্ষক সংকট, ফলাফলও দেরিতে প্রকাশ করা হচ্ছে। আমরা আশা করি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাত ধরে সকল সমস্যা নিরসন হবে।
ফলাফল দেরিতে প্রকাশ করা প্রসঙ্গে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস বলেন, আমাদের ফলাফল ৬ মাস, ৭ মাস, ৯ মাস পর দেয়া হয়। যার ফলে আমরা জানতেও পারি না কোন বিষয়ে খারাপ করলাম। আমি ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ঢাবির অনেক বিভাগেই পরীক্ষা শেষ। সেখানে আমদের পরীক্ষার রুটিন, ফরম ফিল আপ কিছুই হয় নি।
দাবি আদায়ে বিগত আন্দোলন প্রসঙ্গে সানজিদা মেবিন নামে আরেক শিক্ষার্থী বলেন, বিগত তিন মাসে আমরা নীলক্ষেতে আমরা অনেক অবরোধ কর্মসূচি পালন করছি। আমরা তো আন্দোলনে নামতে চাই না, আমরা পড়ার টেবিলে থাকতে চাই। নয় মাস পর আমরা যখন জানতে পারি নন প্রোমোটেড। তখন জানতে পারি পূর্বের বর্ষে কিভাবে সবগুলো বিষয়ে পরীক্ষা দেবো? আমাদের দাবি সর্বোচ্চ তিন বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন। আমরা আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বড় ভাইয়েরা আমাদের দাবি আদায়ে পাশে থাকবেন।
মানোন্নয়ন পরীক্ষার ফি অধিভুক্ত সরকারি সাত কলেজে বেশি নেওয়া হয় এমন অভিযোগ তুলে বদ্দরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থী তাসনিয়া লামিয়া, আমাদের এখানে দেখা যায় মানোন্নয়ন পরীক্ষা দিতে লাগে ২২০০ টাকা। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেয় ৩০০ টাকা। সেখানে তো তাদের ১ হাজার টাকাও ছাড়িয়ে গেলো না। এটা কি বৈষম্য নয়? মানোন্নয়নে যে ফি, তা ঢাবির শিক্ষার্থীদের জন্য যেমন লাগে তা অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীেদের জন্যও একটি সহনীয় পর্যায়ে আনা হোক।
পরীক্ষা পেছানো প্রসঙ্গে মোছা. সাদিয়া নামে আরেক নারী শিক্ষার্থী বলেন, ২০২০-২১ শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বৈষম্য স্বীকার। আমাদের ফাইনাল পরীক্ষার বাকি মাত্র ১৫ দিন, এই অল্প সময়ের মধ্যে কিভাবে এতোগুলো বিষয়ের ভালো করে প্রস্তুতি নেবে। অনুগ্রহ করে আমাদের পরীক্ষা যেন পেছানে হয়, ছাত্রলীগের ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি।
সাত কলেজে সেমিস্টার পদ্ধতি চান এমন দাবি জানিয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী রাসেল মাহমুদ বলেন, আমাদের যে এই সমস্যা এটা দীর্ঘ দিনের। যেদিন থেকে অধিভুক্ত করা হয়, সেই দিম থেকেই এই সমস্যা। এসবের মূলে রয়েছে তদারকির অভাব। ঢাকা বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত সাত কলেজগুলোতে ঠিক মতে তদারকি করছে না। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেমিস্টার সিস্টেমে আনা হয়, তাহলে সেই বৈষম্য অনেকাংশেই কমে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও পরীক্ষা নিয়ন্ত্রক যেন তাদের তদারকি বৃদ্ধি করে। যদি তদারকি বৃদ্ধি করা হয়, এই বৈষম্যগুলো আরো থাকবে না।
সাত কলেজের দাবি পূরণের বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়ে এসেছেন, সাত কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক তসলিম চৌধুরী বলেন, প্রায় তিন মাস ধরে আমাদের কেউ ডাকে নি। তবে সাত কলেজের বড় ভাইদের উচিত ছিলো আমদের সঙ্গে বসার। আমরা অনেক কয়েকবার গিয়েছি। কিন্তু তাদের কাছে বহুবার গিয়ে কোন সাড়া পাই পাইনি।
এসময় তিনি একাডেমিক সংকট নিরসনে বিভিন্ন দাবি তুলে ধরেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সকল সমস্যা নিরসনে শেষ পর্যন্ত কাজ করে যাবে। তাদের দাবি আদায় করেই ঘরে ফিরবে ছাত্রলীগ। প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ঢাবি প্রশাসনের সাথে বাকবিতণ্ডায় জড়াব।
এসময় তিনি আরো বলেন, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সেল গঠন এবং ছাত্রলীগ পূর্ণাঙ্গ কমিটিতে অধিভুক্তবিষয়ক সম্পাদক সংযোজন করা হবে।
ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, আজকে যেভাবে ঢাবি ছাত্রলীগ আপনাদের কথা শুনেছে, ভবিষ্যতেও আপনাদের কথা শোনা হবে। আপনাদের দাবি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবে ছাত্রলীগ। ঢাবি ছাত্রলীগ সব সময় সাত কলেজের শিক্ষার্থীদের পাশে রয়েছে।
এসময় ঢাবি রেজিস্টার বিল্ডিং হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, আমি ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ফোন নম্বর নিয়ে যান। সেখানে সেবা নিতে গিয়ে কোন হয়রানির স্বীকার হলে আমাদের জানাবেন। আমরা একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি। যেই স্বপ্ন দেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর সেটির জন্য সংগ্রাম করে চলছে তাঁর কন্যা।
শাকিল/সাএ