Bangal Press
ঢাকাTuesday , 12 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে কাঁচা সড়কে দুর্ভোগে পড়েছেন ৫ গ্রামের মানুষ

ডেস্ক রিপোর্ট
September 12, 2023 3:46 pm
Link Copied!

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সিঙ্গুয়ারপাড় গ্রামের কাঁচা সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে ছোট বড় যানবাহনসহ হাজারো মানুষ। স্কুল মাদরাসাগামী শিক্ষক শিক্ষার্থীর যাতায়াত থেকে শুরু করে কৃষিপণ্য বাজারে নেওয়া ও অসুস্থ্য রোগী আনা নেওয়া সবই চলে একটি মাত্র সড়ক দিয়ে। তবু পাকা করা হয়নি নিভৃতপল্লী সিঙ্গুয়ারপাড় গ্রামের এ সড়কটি। ফলে বর্ষা মৌসুম ছাড়াও দুর্ভোগের অন্ত থাকে না এখানকার মানুষের। এই সড়কটি পাকা না হওয়ায় যাতায়াতে দুর্ভোগে পড়েছেন নালিতাবাড়ী ও হালুয়াঘাট উপজেলার অনন্ত ৫ গ্রামের মানুষ। তাই বেহাল এই রাস্তার দ্রুত সময়ের মধ্যে ওই সড়কের পাকাকরণের দাবি এলাকাবাসীর। 
নালিতাবাড়ীর সিঙ্গুয়ারপাড় মির্জা বাজার পর্যন্ত সড়কটি পাকা করা হলেও মির্জাবাজার থেকে হালুয়াঘাটে যাতায়াতের কাঁচা সড়কটিতে একটি ইট পড়েনি আজও। দুই উপজেলার মাঝে মাত্র তিন কিলোমিটারের এ কাঁচা সড়কের অধিকাংশই হালুয়াঘাট উপজেলা। এমতাবস্থায় দুই উপজেলা থেকে পরিকল্পনা তৈরি করে দ্রুত সড়কটি পাকা করার দাবী ভুক্তভোগী এলাকাবাসীর। 
নালিতাবাড়ী উপজেলার রুপনায়ারনকুড়া ইউনিয়নের প্রত্যন্ত  গ্রাম সিঙ্গুয়ারপাড়। যার অপর প্রান্তে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা। সিঙ্গুয়াপাড় থেকে হালুয়াঘাট শহরের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। অন্যদিকে নালিতাবাড়ী শহরের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। দাপ্তরিক কাজ ব্যতীত নিত্য প্রয়োজনে এখানকার মানুষের যাতায়াত হালুয়াঘাট উপজেলাতেই বেশি। নালিতাবাড়ীর প্রত্যন্ত এ গ্রাম থেকে হালুয়াঘাটের সাথে সংযোগের এ সড়কটি দুই উপজেলার অন্তত ৫ গ্রামের মানুষের যাতায়াতের ভরসা। কৃষিপণ্য বাজারে নেওয়া থেকে অসুস্থ মানুষের চিকিৎসায় বেশিরভাগ মানুষ ছুটেন হালুয়াঘাটে। বিশেষ করে গর্ভবর্তী মায়েদের প্রসবকালীন সেবা পেতে এ সড়ক দিয়েই ছুটতে হয় হালুয়াঘাটের জয়রামকুড়া খ্রিষ্টান মিশনারী হাসপাতালে। বর্ষা এলেই হাঁটু পরিমাণ কাদায় চলাচল অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। অন্যান্য ছোট যানবাহন তো দূরের কথা, বাইসাইকেলটিও নিতে হয় হাঁটিয়ে বা কাঁধে উঠিয়ে। বর্ষাকালে অন্যান্যের মতো কাপড় চোপড় নষ্ট হয়ে দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদেরও।
ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা আজাহারুল ইসলাম জানান, নালিতাবাড়ী শহর থেকে মির্জাবাজার পর্যন্ত যে রাস্তাটি সেটি পাকা। কিন্তু মির্জা বাজার থেকে নদীরপাড় হয়ে হালুয়াঘাট যে রাস্তাটি এটি এখনো কাঁচা। রাস্তাটি এতোটাই খারাপ যে বর্ষাকাল এলে মানুষের দুর্ভোগের শেষ থাকে না। কাছে হওয়ায় এখানকার বেশিরভাগ মানুষই নিত্য প্রয়োজনে হালুয়াঘাট উপজেলায় বেশি যাতায়াত করেন। প্রতিদিন অনন্ত শতাধিক অটোবাইক ছাড়াও রিকশা, মোটরসাইকেল, বাইসাইকেলে মানুষ যাতায়াত করেন। 
এমনকি রোগী পর্যন্ত এ রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়। অন্তত ৫/৬ গ্রামের মানুষের যাতায়াতের ভরসা এ রাস্তাটি। তাই এই রাস্তাটি জরুরী পাকা করা দরকার।
স্থানীয় রূপনারায়নকুড়া ইউপি চেয়ারম্যান মুঞ্জুর আল মামুন বলেন, নালিতাবাড়ী থেকে মির্জা বাজার পর্যন্ত রাস্তা ১৩ কিলোমিটার। মির্জা বাজার থেকে হালুয়াটের দূরত্ব ৮ কিলোমিটার। ফলে এখানকার অসংখ্য মানুষ হালুয়াঘাট যাতায়াত করেন। হালুয়াঘাটে যাতায়াতের একমাত্র এ রাস্তা দিয়ে শুধু সাধারণ মানুষই নন গর্ভকালীন ও প্রসবকালীন সেবা নিতে অসংখ্য মা বোনকে এ রাস্তা দিয়ে জয়রামকুড়া হাসপাতালে নিতে হয়। তাই আমি আশা করব সরকার যেন অতিদ্রুত এ রাস্তটি পাকা করার ব্যবস্থা করেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম বলেন, উল্লেখিত সড়কটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।