ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনসিসি সেনা ও নৌ (পুরুষ ও মহিলা) শাখায় ২০২৩ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্টার মো: মিজানুর রহমান মজুমদারের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে ভর্তি শর্ত ও যোগ্যতা প্রকাশ করা হয়।
এতে বলা হয়, আগামী ১৬ সেপ্টেম্বর হতে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের আগ্রহী শিক্ষার্থীদের অগ্রণী ব্যাংক শাখায় বিএনসিসি শিরোনামে হিসাব নং (১২০০২) এ দুইশত(২০০) টাকা জমা দিয়ে বিএনসিসি অফিস হতে ফরম সংগ্রহ করতে বলা হয়। ২০১৯-২০ ও তার পূর্বের শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আবেদন গ্রহন করা হবে না।
বিজ্ঞপ্তিতে ভর্তি যোগ্যতা হিসেবে শুধু ২০২০-২১ ও ২০২১-২২ বর্ষের শিক্ষার্থীদের আবেদন করতে বলা হয়েছে। উচ্চতা হিসেবে পুরুষ সেনা শাখায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি (৫’৫”) এবং পুরুষ নৌ শাখায় পাঁচ ফুট চার ইঞ্চি (৫’৪”) উল্লেখ করা হয়। তবে মহিলা ক্যাডেটদের জন্য উচ্চতা নিয়ে কোনো শর্ত প্রযোজ্য নয়।
এতে আরো বলা হয় যে, নাচ, গান, আবৃত্তিসহ সাংস্কৃতিক ও খেলাধুলায় পারদর্শীদের অগ্রাধিকার দেয়া হবে। ভর্তি ফরমের সঙ্গে ০২(দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি (ছেলেদের খালি মাথার এবং মেয়েদের মুখমণ্ডল খোলা থাকা লাগবে) যুক্ত করে দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি ক্যাডেট দক্ষতার সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া বিএনসিসির মাধ্যমে ছাত্র ও ছাত্রীগণ সহজেই সামরিক বাহিনীগুলোতে যোগ দিতে পারেন। তারা সামরিক বাহিনীগুলোর মতো শারীরিক ও মানসিক প্রশিক্ষণপ্রাপ্ত হন। সামরিক বাহিনীগুলোতে যোগ দেওয়ার সময় তাদের লিখিত,মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা দিতে হয়না। নির্বাচিত ক্যাডেটরা সরাসরি আইএসএসবি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে।