জাকির হোসেনঃ যশোরের বেনাপোল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্প্রতিবার (২১সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে পৌরগেট সংলগ্ন অবস্থিত ফুট পোর্ট ক্যাপেরার সামনে কালভার্টের নিচ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার তদন্ত (ওসি) ইব্রাহীম হোসেন। তবে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার তদন্ত (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, সকালে মরদেহটি ব্রীজের নিচে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর হাসপাতালে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।