বৃষ্টি বাধা উপেক্ষা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাদ্দাম হোসেন হল কর্তৃক অন্তিম কনসার্ট শুরু হয়েছে। ‘অন্তিমেই শুরু নতুন উন্মাদনা ‘ স্লোগানে মাতে দর্শক শ্রোতা সকলে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় সাদ্দাম হোসেন হল সংলগ্ন ক্রিকেট মাঠে শুরু হয় ‘অন্তিম কনসার্ট ‘। কনসার্টের শুভ উদ্ভোদন ঘোষণা করেন সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান।
কনসার্টে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদ এবং শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।
কনসার্ট শুরুতেই মঞ্চ মাতাতে আসে ‘ওয়েভ দ্যা ব্যান্ড’। পরবর্তীতে আরো চারটি ব্যান্ডের (সোনার বাংলা সার্কাস, মাশা, দ্যা ভাইপারস, জেমস সম্রাট, ওয়েভ দ্যা ব্যান্ড) শিল্পীরা গান পরিবেশন করবেন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, আমাদের হলের ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আমরা গতকাল হলেই করেছি। এর একটি অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্ট অনুষ্ঠানে পুলিশ প্রশাসন, প্রক্টরিয়াল বডি ও হল বডি সবাই সজাগ থাকবে।
কনসার্টকে ঘিরে নিরাপত্তা জোরদারের বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, সাদ্দাম হোসেন হল কর্তৃক ২০১৬-১৭ ও ২০১৭-১৮ ব্যাচের বিদায় উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসে নিরাপওা জোরদার করা হয়েছে। এই লক্ষ্যে আজ বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে মাইকিং করা হয়েছে, পর্যাপ্ত পুলিশ ও আইন-শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েনের মাধ্যমে নিরাপওা নিশ্চিত করতে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা পুলিশকে পত্র প্রদান করা হয়েছে, সরকারী গোয়েন্দা সংস্থার সাথে কথা বলা হয়েছে, হল কর্তৃপক্ষ, ইবি থানা ও প্রক্টরিয়াল বডির যৌথ সভা করা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনা করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৪৪ বছরের ইতিহাসে এইবারই প্রথম মতো এইরকম উন্মুক্ত কনসার্টের আয়োজন হচ্ছে।