Bangal Press
ঢাকাFriday , 22 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাসে প্রথমবার ইবিতে ওপেন কনসার্ট সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
September 22, 2023 4:23 pm
Link Copied!

‘অন্তিমেই শুরু নতুন উন্মাদনা’ স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল কর্তৃক আয়োজিত ‘অন্তিম কনসার্ট’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪:৩০ এ বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে শুরু হয় কনসার্টটি। এসময় কনসার্টে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদ, সহকারী প্রক্টর ড. মো: আমজাদ হোসেন এবং সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় এবং সাদ্দাম হোসেন হলের আয়োজক কমিটির সদস্য রাব্বী,রায়হানুল,জীৎ,হীরক,আসাদ ও তনয় সহ অন্যরা।

বৈরী আবহাওয়া এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত কনসার্ট আয়োজন শুরু থেকেই চ্যালেঞ্জিং ছিলো। সকল বাধা-বিপত্তি পাশ কাটিয়ে আয়োজনকে সফল করতে পারায় আয়োজক কমিটি এবং প্রক্টরিয়াল বডির সকলেই আনন্দিত। এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে দিন-রাত নিরলসভাবে পরিশ্রম করেছে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের শিক্ষার্থীরা।

আয়োজক কমিটির সদস্য মৃদুল হাসান রাব্বীর সাথে কথা বলে জানা যায়, অন্তিম উৎসব এর মাধ্যমে বিদায়ী ভাইদের সাথে আমাদেরকে শিকড়ে জড়িয়ে রাখার একটা সূচনা হবে। আশাকরি এই অন্তিমের মাধ্যমে আসবে নতুন একটি সূচনার উন্মাদনা।

কনসার্ট শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদের সাথে কথা বলে জানা যায়,বিশ্ববিদ্যালয়ে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে এই প্রথমবার এমন উন্মুক্ত অনুষ্ঠান। কনসার্টকে ঘিরে অনেক সিকিউরিটি থ্রেট ছিলো। তাছাড়াও, বৃষ্টির জন্য সংশয় আরও বেড়ে যায় এবং অনুষ্ঠান ৩:৩০ টার পরিবর্তে ৪:৩০ টায় শুরু হওয়ায় শেষ হয়েছে ৮:৩০ টার স্থলে আধঘণ্টা পরে অর্থাৎ ৯:০০ টায়। এই রকমের একটা অনুষ্ঠান কোনোরকম ঝামেলা ছাড়া সুষ্ঠুভাবে শেষ করা আমি মনে করি অনেক বড় একটা সফলতা। দিনরাত নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রক্টরিয়াল বডির ও নিরাপওা কমিটির যে সব সদস্যগণ নির্ঝন্জাটভাবে অন্তিম কনসার্টকে সুষ্ঠুভাবে সম্পাদনের নেপথ্যে কাজ করেছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রদর্শন করছি।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।