ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের উদ্যোগে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত হয়েছে। ‘স্বাস্থ্য ব্যবস্থার সমৃদ্ধিতে ফার্মেসি’ প্রতিপাদ্য সামনে রেখে শোভাযাত্রা এবং ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন থেকে বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে শোভাযাত্রা শুরু হয়। এসময় শোভাযাত্রাটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে সমবেত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, ফার্মেসি বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার, প্রভাষক রেহনুমা পারভীন এবং রসুল করিম।
শোভাযাত্রায় শিক্ষার্থীদের হাতে বিশ্ব ফার্মাসিস্ট দিবসের প্রতিপাদ্য সহ বিভিন্ন স্লোগান লিখিত প্ল্যাকার্ড দেখা যায়।
র্যালিশেষে বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ননীফল, শ্বেতচন্দন, অ্যাভোক্যাডো সহ ১০ টি ঔষধি বৃক্ষ রোপন করা হয় এবং কেক কাঁটা হয়।
দিবসটি উপলক্ষে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার বলেন, আগে মনে করা হতো ফার্মাসিস্টরা শুধু ঔষুধ তৈরী করে তবে এখন তাদের হেলথ সিস্টেমের ভেইনগার্ড। তাই ফার্মাসিস্টরা বর্তমানে সরাসরি পেশেন্টদের সাথে জড়িত। ঔষধের সংরক্ষণ, রোগীদের কাউন্সিলিং এর মতো গুরুত্বপূর্ণ কাজে ফার্মাসিস্টরা অবদান রাখছেন।