Bangal Press
ঢাকাFriday , 29 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ক্যাম্পাস সবুজে ছেয়ে দেয়ার প্রত্যয় ইবি তারুণ্য’র

ইবি প্রতিনিধি
September 29, 2023 2:11 pm
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি ) স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য ‘জীবন বাঁচাতে সবুজের সাথে’ স্লোগান নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে একঝাঁক তরুণ শিক্ষার্থী নিয়ে জনকল্যাণমূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য’র উদ্যোগে ইবি ক্যাম্পাসস্থ জিমনেসিয়াম প্রাঙ্গণ, টিএসসিসি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে দেশি ও বিদেশী গাছের চারা রোপণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন তারুণ্যের উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান এবং প্রকৌশল অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মোঃ মমতাজউদ্দিন সহ সংগঠনের সদস্যবৃন্দ।

শুরুতে বিদেশী প্রজাতির ফুল জ্যাকারান্ডা গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান। তারুণ্য’র সদস্যরা লেখাপড়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের স্বীয় দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বিভিন্ন প্রশংসনীয় জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তারুণ্য’র মাহাত্ব্যকে ফুটিয়ে তুলছে এই মর্মে তারুণ্যের ভুয়সী প্রশংসা করেন তিনি।

প্রকৌশল অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. মোঃ মমতাজউদ্দিন ঔষধি ও ফলজ গাছের গুণাগুণ সম্পর্কে আলোচনা করেন।

তারুণ্যের বর্তমান সভাপতি মো: মারুফ হোসেন বলেন, গাছ আমাদের পরম বন্ধু যেটি ব্যাতিত আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন। এছাড়াও পরবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও সেগুলোর যত্ন নিতে উৎসাহিত করেন।

এ বিষয়ে সম্পাদক রিফাত প্রত্যয় বলেন, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য শুধু ক্যাম্পাসকে সাজিয়ে তোলা নয়, বরং মেম্বারদের ভেতরও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং উপকারিতা উপলব্ধি করানো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।