ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি ক্লাবের উদ্যোগে আন্তঃসেশন ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নেমেছে টুর্নামেন্টের।
আজকের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ইকো-৩১ বনাম ইকো-৩৪। ফাইনালে ইকো-৩৪(শিক্ষাবর্ষ ২১-২২) ২-১ গোলে ইকো-৩১ (শিক্ষাবর্ষ ১৮-১৯) কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ, অর্থনীতি ক্লাবের সভাপতি ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক মো: হুমায়ুন কবীর এবং অধ্যাপক মিথিলা তানজিল সহ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা।
টুর্নামেন্টটে ২০১৭-১৮ থেকে ২০২২-২৩ পর্যন্ত মোট ছয়টি শিক্ষাবর্ষ অংশ নেয়। দলগুলো যথাক্রমে: ইকো-৩০ (১৭-১৮ শিক্ষাবর্ষ), ইকো-৩১ (১৮-১৯ শিক্ষাবর্ষ), ইকো-৩২ (১৯-২০ শিক্ষাবর্ষ), ইকো-৩৩ (২০-২১ শিক্ষাবর্ষ), ইকো-৩৪ (২১-২২ শিক্ষাবর্ষ), ইকো-৩৫ (২২-২৩ শিক্ষাবর্ষ)।
অর্থনীতি ক্লাবের সভাপতি ড. দেবাশীষ শর্মার বক্তব্য থেকে জানা যায়, এই খেলাধুলার মাধ্যমে যেনো একটা প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হতে পারে তাই এই আয়োজন। তিনি ক্লাবের উদ্যোগে ভবিষ্যতে আরো এমন আয়োজন করার প্রতিজ্ঞা করেন। আরো বলেন, এমন আয়োজন আমাদের মানসিক অবসাদ দূর করে সুস্থ জীবনের পথে এগিয়ে নিয়ে যায়।
এসময় ডিপার্টমেন্টের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ বলেন আয়োজনের অংশ হতে পেরে খুবই আনন্দিত এবং শিক্ষার্থীদের মননশীলতার বিকাশের জন্য এই ধরনের খেলাধুলার পাশাপাশি অন্যান্য কালচারাল প্রোগ্রামে শিক্ষার্থীদের এগিয়ে আসার জন্য আহ্বান করেন।
উল্লেখ্য, অর্থনীতি ক্লাব এবং অর্থনীতি বিভাগ টুর্নামেন্টে সকল শিক্ষাবর্ষের খেলোয়াড়দের জার্সি প্রদান করেন।