Bangal Press
ঢাকাSunday , 11 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

ঈদ উপলক্ষে মেটলাইফের ফ্রি ৫০ হাজার টাকার জীবন বিমা কাভারেজ

Link Copied!

ঈদুল আজহায় দেশের মধ্যে ভ্রমণকারী গ্রাহকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত জীবন বিমা কাভারেজ প্রদান করছে মেটলাইফ বাংলাদেশ। বাংলাদেশে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম।

রোববার (১১ জুন) মেটলাইফ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মেটলাইফের সক্রিয় বিমা পলিসি রয়েছে এমন যেকোনো গ্রাহক মৃত্যু, দুর্ঘটনা এবং অক্ষমতার ক্ষেত্রে অতিরিক্ত বিমা কাভারেজ পাবেন।

কাভারেজটি পেতে গ্রাহকদের কোনো অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে না। ফলে সক্রিয় বিমা পলিসিধারী গ্রাহকরা তাদের বিদ্যমান পলিসি থেকে প্রযোজ্য বিমা কাভারেজ ছাড়াও আরও ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন। কাভারেজ প্রদানের সময়সীমা হবে ২৩ জুন থেকে ৩ জুলাই।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ঈদ দেশের সবার জন্য একটি উৎসবের আমেজ তৈরি করে। ঈদের সময় বিপুল সংখ্যক মানুষ তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ কাটানোর জন্য দেশের বিভিন্ন জেলায় বেড়াতে যান এবং অনেকেই দুর্ঘটনায় পড়েন। এ আনন্দঘন মুহূর্তে দেশের মানুষের পাশে আছে মেটলাইফ। এ উদ্যোগ আমাদের গ্রাহকদের যাত্রা স্বাচ্ছন্দ্যদায়ক করবে এবং তাদের দুশ্চিন্তামুক্ত রাখতে সাহায্য করবে। একই সঙ্গে হজযাত্রীরাও অতিরিক্ত বিমা কাভারেজের এই সুবিধা পাবেন।

সক্রিয় তাকাফুল পলিসিধারী গ্রাহক, যারা হজ পালনের জন্য ভ্রমণ করছেন তারাও একই ধরনের দুর্ঘটনার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত বিমা কাভারেজ সুবিধা পাবেন। গ্রাহক যেদিন হজ পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন, সেদিন থেকে পরবর্তী ৪৩ দিন পর্যন্ত এ কাভারেজ সুবিধা গ্রহণের সুযোগ থাকবে।

অতিরিক্ত বিমা কাভারেজ পেতে গ্রাহকদের মেটলাইফের থ্রি-সিক্সটি হেলথ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে অথবা ১৬৩৪৪ নম্বরে মেটলাইফের কল সেন্টারে যোগাযোগ করতে হবে। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। বিস্তারিত তথ্য এবং শর্তাবলি থ্রি-সিক্সটি হেলথ অ্যাপ এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।

এমএএস/এমএইচআর/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।