Bangal Press
ঢাকাThursday , 8 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ থেকে আগুনে পোড়া সিএনজি চালক এবং টমটম চালকের লাশ উদ্ধার

Link Copied!

হবিগঞ্জের দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বানিয়াচংয়ের হাওর থেকে আগুনে পুড়া সিএনজি চালকের লাশ ও চুনারুঘাটে হাত-পায়ের রগ গলা কাঁটা এক টমটম চালকের উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের সুজাতপুরের একটি হাওর থেকে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কৃষি জমিতে কাজ করার শ্রমিকগণ একটি লাশ পড়ে থাকতে দেখেন।
এই বিষয়টি মুহূর্তের মধ্যে গ্রামে ছড়িয়ে পড়লে শত,শত লোকজন হাওরে এসে জুড়ো হতে থাকেন। এবং লাশটি তেমন পুড়ে না যাওয়াতে এলাকাবাসী লাশটির পরিচয় শনাক্ত করতে পারেন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে বানিয়াচং থানার সুজাতপুর তদন্ত কেন্দ্রের ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করেন। উদ্ধারকৃত সিএনজি অটোরিকশা চালক হলো ১২নং সুজাতপুর ইউপির ১নং ওয়ার্ডের ইকরাম ফকির বাড়ির মৃত শের আলী শাহ ফকিরের পুত্র রোমান মিয়া(২২)।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল ৭ফেব্রুয়ারি (বুধবার)রোমন মিয়া সন্ধ্যার দিকে সিএনজি নিয়ে বের হলে আজ বৃহস্পতিবার তার লাশটি হাওরের মধ্যে পড়ে থাকতে দেখেন শ্রমিকগণ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সাথে দুপুর ১টা ৪৩মিনিটে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন,তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং লাশটি উদ্ধার করে হবিগঞ্জ ২৫০শয্যা বৈশিষ্ট্য আধুনিক হাসপাতালে ময়না তদন্তের প্রেরণ করা হয়েছে।
তবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। আমরা সিএনজি অটোরিকশা উদ্ধার ও এই হত্যার জড়িতদের গ্রেফতারে কাজ চালিয়ে যাচ্ছি।
এদিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় হাত,পা রগ গলা কাঁটা এক টমটম চালকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর বাড়ি সংলগ্ন। উদ্ধার হওয়া
নিহত ব্যক্তি উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের বালিয়াড়ি গ্রামের আব্দুল খালেকের পুত্র অটো চালক (টমটম) আতাউর রহমান(৪০)। গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) অটো চালক আতাউর রহমান প্রতিদিনের ন্যায় নতুন ব্রিজ শায়েস্তাগঞ্জ পৌরসভায় অটো রিকশা (টমটম) চালাতে গেলে রাতে আর বাড়ি ফিরে আসে নাই।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় জনতা হাত-পা রগ ও কাটা অবস্থায় দেখতে পায়।পরে চুনারুঘাট থানা পুলিশকে অবগত করা হলে, চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন।
ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি)হিল্লোল রায় এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করে যাচ্ছে পুলিশ।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।