Bangal Press
ঢাকাThursday , 21 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

অফিস শেষেই বাড়ি ফেরার অনুরোধ ডিএমপির

Link Copied!

রমজান মাসে সড়কে যানজট কমাতে অফিস ছুটির পরপরই নগরবাসীকে বাসায় ফেরার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। একইসঙ্গে অযাচিত পার্কিং এবং নির্দিষ্ট বাস স্টপেজে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে চালক ও যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান এ আহ্বান জানান।
মুনিবুর বলেন, ‘দুপুর সাড়ে ৩টায় অফিস ছুটি হওয়ার কথা থাকলেও আমরা দেখেছি, বিকেল ৫টার আগে থেকে ইফতারের আগে পর্যন্ত অধিকাংশ যানবাহন তড়িঘড়ি করে গন্তব্যস্থলে ফেরার উদ্দেশে রওনা দেয়। এতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে শেষ মুহূর্তে অযাচিত ট্রাফিক কন্ডিশন তৈরি হচ্ছে। যেহেতু ইফতারের আগে সবাইকে ফিরতে হয়, প্রিয়জনদের সঙ্গে ইফতার করতে সবাই উদগ্রীব থাকেন, ফলে টাইম ম্যানেজমেন্ট চ্যালেঞ্জিং বটে।’
তিনি বলেন, ‘তাই অফিস ছুটির সময়—সাড়ে ৩টা থেকে বা এর কাছাকাছি সময় থেকে নগরবাসী যেন বাসায় ফেরার পরিকল্পনা নেন। 
এ সময় অযাচিত পার্কিং রোধে নগরবাসীর সহযোগিতা চাওয়ার পাশাপাশি তিনি সড়কের টার্নিং পয়েন্টে না দাঁড়িয়ে নির্দিষ্ট বাস স্টপেজে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে যাত্রীদের প্রতি এবং পরিবহন সংশ্লিষ্টদের যত্রতত্র যাত্রী তোলা ও নামানো থেকে বিরত থাকতে অনুরোধ জানাজ এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরও বলেন, ‘বিভিন্ন সময় সড়কের ছোট-বড় সংস্কার কাজ চলছে, জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে এসব সড়ক সাময়িকভাবে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হচ্ছে। ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।’ 
রমজান মাসকে কেন্দ্র করে সড়ক দখল করে যেন কেউ ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়টি বিবেচনায় নিয়ে ডিএমপি ট্রাফিক বিভাগ রমজানের শুরু থেকেই ড্রাইভ অব্যাহত রেখেছে এবং রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
যত্রতত্র যাত্রী তোলা ও নামানো বন্ধে কেন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না জানতে চাইলে মুনিবুর গণমাধ্যমকর্মীদের বলেন, ‘পিক আওয়ারে গাড়িগুলো রিলিজ করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সে ক্ষেত্রে দেখা যায় প্রতিটি পয়েন্টে ট্রাফিক সদস্য থাকে না। অনেক সময় তাদের অ্যাটেনশন শিফট করে যায়—সে সময় বাসগুলো বিভিন্ন গ্যাপে হয়তো ডিসিপ্লিনের বাইরে চলে আসে।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব অফিস সাড়ে ৩টায় ছুটি হয় না। প্রাইভেট অফিসগুলো সাড়ে ৪টা-৫টায় ছুটি হয়। একই সময়ে যদি সব গাড়ি রাস্তায় নেমে যায়, সেটা সাড়ে ৩টা বা ৫টায় নামলে অযাচিত ট্রাফিক জ্যাম তৈরি হবে। ভিন্ন ভিন্ন সময়ে যদি গাড়িগুলো রাস্তায় নামে তাহলে ট্রাফিক ব্যবস্থাপনা ভালো থাকবে।’



রার/সা.এ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।