Bangal Press
ঢাকাTuesday , 6 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

কাশিমপুর কারা ব্যারাকের ছাদে পড়েছিল পুলিশ পরিদর্শকের মরদেহ

Link Copied!

গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতরে পুলিশ ব্যারাকের ছাদ থেকে এক পরিদর্শকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) সকালে মরদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে তাৎক্ষণিক মৃত্যুর কারণ জানাতে পারেননি সংশ্লিষ্টরা।

নিহত পুলিশ পরিদর্শক মোয়াজ্জেম হোসেন (৫৬) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাদে আমজাদী এলাকার বাসিন্দা। তিনি গত ২২ মে গাজীপুর মহানগর পুলিশে আসেন। দায়িত্ব পালন করছিলেন কাশিমপুর কারাগারের ভেতর আসামি স্কোয়াডে নিয়োজিত পুলিশ ব্যারাকে। এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করেছেন তিনি।

জানা গেছে, কাশিমপুর কারাগারে থাকা আসামিদের আদালতে আনা-নেওয়ার জন্য পুলিশ সদস্যদের চারতলা একটি ব্যারাকের ইনচার্জ ছিলেন নিহত পরিদর্শক মোয়াজ্জেম। ওই ব্যারাকে ২৩ জন পুলিশ সদস্য থাকেন। সোমবার রাতে কাজ শেষে যার যার কক্ষে চলে যান তারা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভবনের ছাদে মোয়াজ্জেমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন সহকর্মীরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগামী ১২ জুন পবিত্র হজ পালনের উদ্দেশে তার মক্কায় যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, মৃত অবস্থায় মোয়াজ্জেমকে হাসপাতালে আনা হয়েছিল। তার নাক দিয়ে রক্ত ঝরছিল। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাইনি। ময়নাতদন্ত করা হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ বলেন, অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গরম সহ্য করতে না পারার কারণে এমনটা হয়ে থাকতে পারে।

তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন কাশিমপুর কারাগার-২ এর ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ। তিনি বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। ব্যারাকটি কারাগারের হলেও আসামি আনা-নেওয়ার সুবিধার্থে গাজীপুর মহানগর পুলিশ সদস্যরা এখানে থাকছেন। তারা নিজেরাই ব্যারাকের দেখভাল করেন। তাই বিষয়টি আমাদের জানা নেই।

এমআরআর/এএসএম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।