Bangal Press
ঢাকাTuesday , 30 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

গবেষণা সরঞ্জাম কিনতে আড়াই কোটি টাকা পেল ৩৩২ শিক্ষাপ্রতিষ্ঠান

Link Copied!

দেশের ৩৩২ মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে গবেষণাগারের সরঞ্জাম কিনতে ২ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৬৩টি জেলার এসব মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে বরাদ্দ পাওয়া মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে এ টাকা বরাদ্দ ও মঞ্জুরির বিষয়ে জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। গবেষণা সরঞ্জাম খাতে প্রতিটি প্রতিষ্ঠান এ টাকা খরচে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কিছু শর্ত দিয়েছে মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, সরকারের যাবতীয় আর্থিক বিধিবিধান মেনে এ টাকা খরচ করতে হবে। অব্যয়িত টাকা ৩০ জুনের মধ্যে সমর্পণ করতে হবে। ব্যয় ও বিল পরিশোধে অনিয়ম হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে। গবেষণা সরঞ্জাম কেনা ছাড়া অন্যকোনো কাজে এ টাকা ব্যয় করা যাবে না। কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানকে টাকা দেওয়া হবে না।

এমএইচএম/এমএএইচ/জিকেএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।