Bangal Press
ঢাকাTuesday , 6 June 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

গ্রেফতার এড়াতে আদালতের শরণাপন্ন ইমরান খানের স্ত্রী

Link Copied!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের বিরুদ্ধে আল–কাদির ট্রাস্ট দুর্নীতিসহ আরও বেশ কয়েকটি মামলা করা হয়েছে। সেসব মামলায় ইমরানের সঙ্গে সঙ্গে তার স্ত্রী বুশরা বিবিকেও আসামি করা হয়েছে। এখন এসব মামলায় সম্ভাব্য গ্রেফতার এড়াতে লাহোর হাইকোর্টে পিটিশন করেছেন বুশরা।

গত ৯ মে’র বিক্ষোভের পর দেশজুড়ে পিটিআই কর্মীদের বিরুদ্ধে চলমান পুলিশি অভিযানের মধ্যেই মঙ্গলবার (৬ জুন) এ পিটিশন জমা দেন বুশরা বিবির আইনজীবী। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, পিটিশনে ‍বুশরা বিবি লিখেছেন, দেশজুড়ে তার বিরুদ্ধে যত মামলা করা হয়েছে, সেগুলোর যেকোনো একটি বা একাধিক মামলায় তাকে গ্রেফতারের আশঙ্কা রয়েছে। তাই গ্রেফতার এড়াতে তিনি আদালতের নির্দেশনা চান।

আরও পড়ুন: সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে হেরে গেছেন ইমরান খান

সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী এদিন কোনো অপ্রকাশিত মামলায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে তাকে গ্রেফতার না করে, সে বিষয়ে আদালতের কাছে নিষেধাজ্ঞা জারির আবেদন করেন।

এদিকে, আলোচিত আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার অন্যতম আসামি বুশরা বিবিকে জিজ্ঞাসাবাদ করতেব ‍বুধবার (৭ জুন) তলব করেছে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব)।

তবে ন্যাবের একটি সূত্র জানায়, আসামি নয়, বরং আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার একজন সাক্ষী হিসেবে বুশরা বিবির বক্তব্য রেকর্ড করা হবে।

গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই একের পর এক মামলার আসামি হন ইমরান খান। তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদে জড়িত থাকার মতো নানা গুরুতর অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: ইমরান খানের শরীরে অ্যালকোহল পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

চলতি মাসের শুরুর দিকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পিটিআই প্রধানকে রেঞ্জার্সের সাহায্যে গ্রেফতার করেছিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)। সেই পরোয়ানাকে অবৈধ ঘোষণা করে চারদিন পরে ইমরানকে মুক্তি দেওয়ার আদেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট।

গত ৯ মে ইমরানকে ওই গ্রেফতারের ঘটনা পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ-সহিংসতার সৃষ্টি করে। এসময় বিভিন্ন জায়গায় সরকারি ও সামরিক স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দোষীদের সামরিক আইনে বিচার করা হবে বলে ঘোষণা দেয় দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি।

এরপরই পদত্যাগের হিড়িক পড়ে যায় পিটিআই নেতাদের মধ্যে। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে ইমরান খান বলেন, পরিস্থিতি খুব শিগগির বদলে যাবে। আগামী কয়েকদিনের মধ্যে আমি বড় চমক দেবো। পিটিআই চেয়ারম্যান বলেন, কিছু নেতা বাধ্য হয়ে দলত্যাগ করছেন, আবার কারও কারও স্বরূপ উন্মোচিত হয়েছে।

আরও পড়ুন: দলে পদত্যাগের হিড়িক, ঘরে ‘সংযোগবিচ্ছিন্ন’ ইমরান খান

ইমরান খানের দাবি, তাকে গ্রেফতার, অযোগ্য ঘোষণা, এমনকি হত্যার ষড়যন্ত্র চলছে। সেনাবাহিনীর সঙ্গে কোনো বিরোধ নেই উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে আমার কোনো লড়াই নেই। এ সেনাবাহিনী আমারও। ক্ষমতাসীন জোট সরকার দেশের অর্থনীতিকে ‘ধ্বংস’ করছে। তাই নির্বাচন ছাড়া বিরাজমান সংকটের আর কোনো সমাধান নেই।

সূত্র: জিও নিউজ

এসএএইচ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।