Bangal Press
ঢাকাWednesday , 24 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

জনবল সংকটে ব্যহত হচ্ছে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা

ডেস্ক রিপোর্ট
January 24, 2024 10:29 am
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসকসহ জনবল সংকটের কারণে চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।এক্স-রে মেশিন থাকা সত্বেও রুম  না থাকায় রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করতেও হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে।
স্বাস্থ্য কমপ্লেক্সটি ১৯৬৫ সালে ৩০ শয্যা নিয়ে যাত্রা শুরু হলেও ২০১৮ সালে ৫০শয্যায় উন্নিত হয়। প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসকসহ জনবল সংকটের কারণে কাঙ্ক্ষিত স্বাস্হ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্বাস্হ্যসেবা নিতে আসা বিভিন্ন এলাকার রোগীরা। আগের জনবল ও অবকাঠামো নিয়ে কোন মতে চলছে স্বাস্থ্যসেবা। ১৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলার  সাড়ে ৩ লাখ জনগোষ্ঠির একমাত্র চিকিৎসাস্থল এটি।  
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপতালে মোট ২৭২ টি পদের মধ্যে কর্মরত ১৬৬ জন শূন্য পদ রয়েছে ১০৬ টি পদ। নএর মধ্যে ৪৩জন চিকিৎসকের বিপরীতে রয়েছেন মাত্র ১৩ জন বাকি ৩০ জনের পদ শূন্য। এছাড়া ২য় শ্রেণীর ৩১ টি পদের বিপরীতে কর্মরত ২৭ জন শূন্য পদ রয়েছে ৪ টি পদ, ৩য় শ্রেণীর ১৭৮ টি পদের বিপরীতে কর্মরত ১১২ জন বাকি ৬৬ টি পদ শূন্য রয়েছে। ৪র্থ শ্রেনীর ১৯ টি পদের মধ্যে ১০ জন কর্মরত বাকি ৯টি পদ শুন্য রয়েছে।
অপরদিকে, ১৬ টি ইউনিয়নে স্বাস্থ্য সহকারী ৬৪ টি পদের বিপরীতে কর্মরত রয়েছে ২৮ জন বাকি ৩৬ টি পদ শূন্য রয়েছে। এবং ২০১৮ সালে সরাসরি নিয়োগকৃত কর্মচারিদের ৬৩ টি পদের বিপরীতে কর্মরত রয়েছে ৩৫ জন বাকি ২৮ টি পদ শূন্য রয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মী রায় জানান,জনবল সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তবে বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে।



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।