Bangal Press
ঢাকাSunday , 21 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

টমেটো কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

Link Copied!

মাদারীপুরের শিবচরে টমেটো কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত শাকিল মাতুব্বর (১৭) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার বিকেল ৩টার দিকে রাজধানীর পান্থপথ এলাকার প্লাটিনাম হাসপাতালে তিনি মারা যান। এর আগে রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওখল উদ্দিন মুন্সীর কান্দি এলাকায় বাসর মৃধরের মুদি দোকানের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শাকিল মাতুব্বর ওই এলাকায় বাচ্চু মাতুব্বরের ছেলে।
শিবচর থানার ওসি সুব্রত গোলদার জানান, কাদিরপুর বাসার মৃধার দোকানের সামনে টমেটো কেনার সময় ফারুক মুনশির সঙ্গে প্রতিপক্ষ বাসার মৃধার কথা-কাটাকাটি হয় হয়। এ সময় ওই ঘটনার জের ধরে স্থানীয় দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। এ সময় রাকিব মৃধা নামে একজন সাকিল মাতুব্বরসহ বেশ কয়েকজনকে ছুরিকাঘাত করে। এ সময় শাকিল মাতুব্বরসহ দুপক্ষের প্রায় ৮ জন গুরুতর আহত হয়।
আহতদের প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্য গুরুতর আহতদের সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পাঁচ দিন ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন ছিল। সেখান থেকে শুক্রবার দুপুরে প্লাটিনাম হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল বিকেলে আহত শাকিল মারা যায়।
ওই সংঘর্ষের ঘটনায় দুপক্ষের গুরুতর আহত অবস্থায় যাদের ঢাকায় পাঠানো হয়েছিল, তারা হলেন ওই এলাকার বাচ্চু মুনশির ছেলে সাকিল মুনশি (১৮), ইলিয়াস মুনশির ছেলে আফজাল মুনশি (১৬), জয়নাল শেখের ছেলে সাহালম শেখ (৩৮), সাহালম মুনশির ছেলে মো. তোহাদ মুনশি (১৩) ও মৃত আ. করীম মৃধার ছেলে মো. বাসার মৃধা (৬০)।



সালাউদ্দিন/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।