Bangal Press
ঢাকাFriday , 24 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় বাল্য বিয়ে বন্ধ করলো এসিল্যান্ড, ১০হাজার টাকা অর্থদন্ড 

ডেস্ক রিপোর্ট
November 24, 2023 6:11 am
Link Copied!

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নাবালিকা শিশু কন্যার বাল্যবিবাহ প্রদানের প্রস্তুতি গ্রহণ করায় কন্যা বাবা আজাহারুল ইসলামকে (৪৫) ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷ এসময় প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না বলে মুচলেকা নেয়া হয়৷ 
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের বকশীপাড়া এলাকায় তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেন৷ 
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আজাহারুল ইসলাম তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের বকশীপাড়া গ্রামের বসির আলমের ছেলে এবং তিরনই হাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য। 
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বকশী  গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য আজাহারুল ইসলাম তার নাবালিকা অপ্রাপ্ত বয়স্ক (১৪) মেয়ের পারিবারিক ভাবে জমকালো বিয়ের আয়োজন করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিয়ে বাড়িতে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুল হাসান। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপ্রাপ্ত বয়স্ক পাওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ও ১৯৩০ এর ২৬০ (১) ধারায় ওই মেয়ের বাবা ও ইউপি সদস্য আজাহার ইসলামকে ১০ হাজার টাকা অর্থদন্ড এবং মুচলেকা গ্রহণ করা হয়।
এসময় তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার রায়সহ তার সঙ্গী ফোর্স উপস্থিত ছিলেন। 
তেঁতুলিয়া সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রের মাহবুবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি আইন অনুযায়ী মেয়েদের ১৮ বয়সের নিচে বিয়ে দেয়া দণ্ডনীয় অপরাধ। বাল্যবিয়ের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবাকে অর্থদন্ড নির্দেশ প্রদান করে মচলেকা প্রদান হয়। ভবিষ্যতে বাল্যবিবাহ নিরোধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷ 
 



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।