Bangal Press
ঢাকাSaturday , 11 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. বিনোদন
  11. ভ্রমণ
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা জগৎ
আজকের সর্বশেষ সবখবর

পাচারের সময় মেহেরেপুর সীমান্ত থেকে ইউএস ডলার উদ্ধার

ডেস্ক রিপোর্ট
November 11, 2023 8:34 am
Link Copied!

পাচারের সময় ইউএস ডলার উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। শনিবার সকাল সারে ৯ টায় মেহেরপুর বুড়িপোতা সীমান্ত এলাকা থেকে এই সব ইউএস ডলার উদ্ধার করা হয়। এসময় পাচারকারি পালিয়ে যায়। উদ্ধারকৃত ডলার মেহেরপুরের ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবি।
 
বিজিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে বিজিবি জানতে পারে বুড়িপোতা সীমান্ত এলাকা দিয়ে ইউএস ডলার পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে কায়ার্টার মাষ্টার সহকারী পরিচালক হায়দার আলী এবং বুড়িপোতা বিওপি কমান্ডার হাবিলদার মোতালেব হোসেনের সঙ্গীয় টহল দল নিয়ে সীমান্ত পিলার ১১৬/৪-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িপোতা মাঠের মধ্যে টহল পরিচালনা করে। এসময় বুড়িপোতা মাঠের মধ্যে একজন ব্যক্তি ধান ক্ষেতে পানি দেওয়া অবস্থায় বিজিবি সশস্ত্র টহল দলকে দেখে দৌড়ে পালিয়ে যায়। তৎক্ষণাত টহল দল পানির পাম্প এলাকায় পোছাঁলে পুরাতন কাপড় দিয়ে ঢাকা একটি কালো পলিথিনের ব্যাগ দেখতে পায় বিজিবির সদস্যরা। পরে বিজিবির সদস্যরা পলিথিনের ব্যাগটি তল্লাশী করে স্কচটেপ দ্বারা মোড়ানো ৪ টি বান্ডিল হতে ৩৩২০০ ইউএস ডলার উদ্ধার করে।
 
এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির পরিচালক,অধিনায়ক (পিএসসি) লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, ইউএস ডলার উদ্ধার করার সময় পাচারকারি পালিয়ে যায়। হাবিলদার মোতালেব হোসেন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আর উদ্ধারকৃত ইউএস ডলারগুলি মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 



শাকিল/সাএ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।